মালয়েশিয়ার আপডেট ১৭ আগস্ট
বিদেশিরা আইন ভাঙলে ছাড় নেই: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১০:১২

মালয়েশিয়ায় ভিসা থাকলেই কোনো বিদেশি নাগরিক আইনের ঊর্ধ্বে নন- এমনই কঠোর বার্তা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। তিনি জানিয়েছেন, কোনো বিদেশি যদি মালয়েশিয়ার আইন লঙ্ঘন করেন, যেমন- পাসের শর্ত ভঙ্গ, নিরাপত্তা হুমকি সৃষ্টি বা জনশৃঙ্খলা বিঘ্ন ঘটান, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই ব্যবস্থার মধ্যে রয়েছে ভিসা বাতিল, কালো তালিকাভুক্তি এবং নিজ দেশে ফেরত পাঠানো। মন্ত্রী স্পষ্ট করে বলেন, একজন ব্যক্তি শিক্ষার্থী, বিনিয়োগকারী, দীর্ঘমেয়াদি ভিজিট পাসধারী সেকেন্ড হোম কর্মসূচির অংশগ্রহণকারী যেই হোন না কেন, আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই।
তিনি আরো বলেন, মালয়েশিয়ার পুলিশ বিভাগ পেশাদারভাবে আইন প্রয়োগ করে, জাতি বা দেশের ভিত্তিতে কোনো বৈষম্য করে না। সাম্প্রতিক সময়ে কিছু বিদেশি নাগরিকের ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিলেও প্রতিটি ঘটনা আইন অনুযায়ী যথাযথভাবে তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, মালয়েশিয়ায় স্বল্পদক্ষ শ্রমিক নিয়োগের জন্য ১৫টি নির্ধারিত উৎস দেশ রয়েছে, যার মধ্যে চীন নেই। তবে চীনা নাগরিকদের উপস্থিতি মূলত পেশাদার খাতে, যেমন- নির্মাণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও সেবা খাতে। ১৫ আগস্ট পর্যন্ত দেশটিতে ৩০ হাজার ৬৭৯ জন চীনা পেশাদার নিবন্ধিত রয়েছেন।
তিনি বলেন, সরকারের লক্ষ্য বিনিয়োগ, শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া, তবে তা কখনোই জাতীয় নিরাপত্তা বা সার্বভৌমত্বের বিনিময়ে নয়।
সাইফুদ্দিন জনগণকে শান্ত ও আত্মবিশ্বাসী থাকার আহ্বান জানিয়ে বলেন, “প্রত্যেক হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যাতে মালয়েশিয়া নিরাপদ, স্বাধীন ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে ওঠে।”
তথ্যসূত্র: দ্য মালয়েশিয়ান রিসার্ভ