মালয়েশিয়ার খবর ১৬ আগস্ট
রোহিঙ্গা সংকট সমাধানে একসাথে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৩:০০

রোহিঙ্গা সংকট মোকাবিলায় কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। সম্প্রতি মালয়েশিয়া সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে এই বিষয়ে গুরুত্বারোপ করেন। ১৫ আগস্ট এক অনুষ্ঠানে এ কথা জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তিনি বলেন, মালয়েশিয়া বর্তমানে আসিয়ান চেয়ারম্যান হিসেবে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এবং তাদের অভিজ্ঞতা ও মানবিক ভূমিকা রোহিঙ্গা সংকটের আঞ্চলিক সমাধানে সহায়ক হতে পারে। ড. মুহাম্মদ ইউনূস জানান, গত ১৮ মাসে নতুন করে ১.৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, যার ফলে সংকট আরো গভীর হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের সহায়তায় অর্থায়ন বন্ধ করে দিয়েছে, যা বাংলাদেশ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এ ১৫ আগস্ট ভোরে এক অভিযানে ৯৮ জন বাংলাদেশি নাগরিককে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই অভিযান পরিচালনা করে মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রটেকশন এজেন্সি (AKPS)। মোট ১৮১ জন বিদেশি যাত্রীর মধ্যে ৯৮ জনের ক্ষেত্রে মালয়েশিয়ায় প্রবেশের নিয়ম অনুসরণ না করায় তাদের “Not To Land” (NTL) নোটিস দেওয়া হয়। এরা সবাই ঢাকা থেকে ভোরের একটি ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছান। এজেন্সি জানিয়েছে, যাত্রীদের অনেকেই ভুয়া হোটেল বুকিং দেখিয়েছেন, ফেরত যাওয়ার টিকিট নেই এবং মালয়েশিয়ায় থাকার জন্য পর্যাপ্ত অর্থের প্রমাণ দিতে পারেননি। এসব কারণে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়।