Logo
×

Follow Us

এশিয়া

কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৮ বাংলাদেশিকে প্রবেশে বাধা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১১:২২

কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৮ বাংলাদেশিকে প্রবেশে বাধা

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এ ১৫ আগস্ট ভোরে পরিচালিত একটি বিশেষ স্ক্রিনিং অভিযানে ৯৮ জন বাংলাদেশি নাগরিককে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই অভিযান পরিচালনা করে মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রটেকশন এজেন্সি (AKPS), যা রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত চলে।

মোট ১৮১ জন বিদেশি যাত্রীর মধ্যে ৯৮ জনের ক্ষেত্রে মালয়েশিয়ার প্রবেশের নিয়ম অনুসরণ না করায় তাদের “Not To Land” (NTL) নোটিস দেওয়া হয়। এরা সবাই ঢাকা থেকে একটি ভোরের ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছান, যা কর্তৃপক্ষের মতে, দিনের সময়ের কঠোর চেকিং এড়ানোর একটি কৌশল হতে পারে।

এজেন্সি জানিয়েছে, যাত্রীদের অনেকেই ভুয়া হোটেল বুকিং দেখিয়েছেন, ফেরত যাওয়ার টিকিট নেই এবং মালয়েশিয়ায় থাকার জন্য পর্যাপ্ত অর্থের প্রমাণ দিতে পারেননি। এসব কারণে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়।

এজেন্সির বিবৃতিতে আরো বলা হয়, এই যাত্রীরা মালয়েশিয়ার প্রবেশ সুবিধার অপব্যবহার করে অবৈধভাবে বসবাস ও কাজ করার উদ্দেশে এসেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

জাতীয় নিরাপত্তা রক্ষায় কঠোর পদক্ষেপ হিসেবে AKPS জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রবেশ জালিয়াতি রোধে আরো কঠোর নজরদারি চালানো হবে এবং অবৈধ অভিবাসনে সহায়তাকারী কোনো ব্যক্তি বা কর্মীকে ছাড় দেওয়া হবে না।

এই পদক্ষেপ মালয়েশিয়ার অভিবাসন নীতিতে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চলমান প্রচেষ্টার অংশ।

তথ্যসূত্র: বারনামা

Logo