Logo
×

Follow Us

এশিয়া

চীনে ‘K ভিসা’ চালু হচ্ছে ১ অক্টোবর থেকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১১:১১

চীনে ‘K ভিসা’ চালু হচ্ছে ১ অক্টোবর থেকে

চীন সরকার আগামী ১ অক্টোবর থেকে চালু করতে যাচ্ছে একটি নতুন ভিসা ক্যাটাগরি- ‘K ভিসা’, যা তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিভাদের জন্য বিশেষভাবে প্রণীত। এই উদ্যোগের মাধ্যমে চীন বৈশ্বিক প্রযুক্তি প্রতিভাদের আকর্ষণ করে দেশের উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে চায়।

চীনের স্টেট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, K ভিসা হবে বিদ্যমান ১২টি সাধারণ ভিসা ক্যাটাগরির বাইরে একটি বিশেষ সুবিধাসম্পন্ন ভিসা। এতে একাধিকবার চীনে প্রবেশের অনুমতি, দীর্ঘমেয়াদি বৈধতা এবং দীর্ঘ সময় থাকার সুযোগ থাকবে।

K ভিসার আবেদনকারীদের নির্দিষ্ট বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অন্যান্য ভিসার মতো কোনো চীনা নিয়োগকর্তা বা আমন্ত্রণপত্রের প্রয়োজন হবে না। আবেদন প্রক্রিয়াও হবে সহজতর ও দ্রুত।

এই ভিসার মাধ্যমে তরুণ গবেষক, উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রযুক্তি পেশাজীবীরা চীনে শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক বিনিময় এবং ব্যবসায়িক কার্যক্রমে অংশ নিতে পারবেন।

চীনের কর্মকর্তারা জানিয়েছেন, এই সিদ্ধান্ত ‘নতুন যুগের কর্মশক্তি উন্নয়ন কৌশল’ বাস্তবায়নের অংশ। এর মাধ্যমে বৈশ্বিক তরুণ প্রযুক্তি প্রতিভাদের চীনে প্রবেশ সহজ হবে এবং আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় বাড়বে।

চীনের ন্যাশনাল ইমিগ্রেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে বিদেশি নাগরিকদের চীনে যাতায়াতের সংখ্যা ছিল ৩৮.০৫ মিলিয়ন, যা গত বছরের তুলনায় ৩০.২% বেশি। এর মধ্যে ১৩.৬৪ মিলিয়ন ছিল ভিসামুক্ত প্রবেশ, যা ৫৩.৯% বৃদ্ধি পেয়েছে।

এই K ভিসা চালুর মাধ্যমে চীন বৈশ্বিক প্রযুক্তি প্রতিভাদের জন্য একটি নতুন গন্তব্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়, বিশেষ করে যখন অন্যান্য দেশগুলো অভিবাসন নীতিতে কঠোরতা আনছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo