সিন্ডিকেট সদস্যদের দায়মুক্তিতে বিভিন্ন সংস্থার উদ্বেগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৯:৫৪

বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্র্যান্টস (BCSM) ও অভিবাসন অধিকার নিয়ে কাজ করা ২৩টি সংগঠনের জোট সম্প্রতি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের পরিবার ও তিনজন সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে থাকা অভিযোগ বাতিল হতে পারে। মালয়েশিয়ান সংবাদমাধ্যম Malaysiakini জানিয়েছে, বাংলাদেশ সরকার মালয়েশিয়ার অনুরোধে একটি প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত স্থগিত করতে সম্মত হয়েছে, যারা বাংলাদেশি শ্রমিকদের শোষণ করেছে বলে অভিযোগ রয়েছে।
বিসিএসএম এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, “যারা অতীতে সিন্ডিকেটে জড়িত ছিলেন, তাদের বিচার হওয়া উচিত এবং ভবিষ্যতে কোনোভাবেই বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া যাবে না।” তারা আরো জানায়, অতীতের অনিয়মের কারণে মালয়েশিয়ার শ্রমবাজার একাধিকবার বন্ধ হয়েছে, সর্বশেষ ২০২৪ সালের ৩১ মে।
সংগঠনটি বিচার বিভাগীয় তদন্ত, স্থগিত তদন্ত পুনরায় শুরু এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) অগ্রগতির তথ্য প্রকাশের দাবি জানিয়েছে। তারা উল্লেখ করে, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে সরকার নির্ধারিত খরচের পাঁচ থেকে ছয় গুণ বেশি অর্থ আদায় করা হয়েছে, যার পেছনে ১০১টি রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট কাজ করেছে। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ায় কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে।
২০১৭ ও ২০১৮ সালেও অনুরূপ সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ঘটেছে, কিন্তু কেউ শাস্তি পায়নি। বিসিএসএম বলেছে, “সিন্ডিকেট ভেঙে দেওয়া এখনো অগ্রাধিকার হওয়া উচিত। অভিযোগ প্রত্যাহার অগ্রহণযোগ্য।”
এই জোটের সদস্যদের মধ্যে রয়েছে RMMRU, WARBE, BRAC, OKUP, আইন ও সালিশ কেন্দ্র, BASUG, Rights Jessore, BOMSA, BCWWF, YPSA ও বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রসহ আরো অনেকে।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার