Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক প্রধান উপদেষ্টার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৯:৩৯

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে ১১ আগস্ট সন্ধ্যায় মালয়েশিয়া পৌঁছান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন বিন ইসমাইল। ইউনূসকে ভিভিআইপি কমপ্লেক্সে নিয়ে গিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়।

১২ আগস্ট সকালে পুত্রজায়ার পারদানা পুত্র কমপ্লেক্সে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ স্বাক্ষরিত হয়। চুক্তিগুলোর মধ্যে রয়েছে- প্রতিরক্ষা, জ্বালানি, কৌশলগত গবেষণা, সেমিকন্ডাক্টর খাতে সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষা ও কূটনৈতিক প্রশিক্ষণ।

দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন এবং বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ ও নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ১২ লাখ বাংলাদেশি শ্রমিক রয়েছেন, যার মধ্যে প্রায় ৪ লাখ অনিয়মিত। বাংলাদেশ সরকার তাদের বৈধতা নিশ্চিত করতে মালয়েশিয়ার সহযোগিতা চায়।

২০২৪ সালে দুই দেশের মধ্যে মোট বাণিজ্য হয়েছে ২.৯২ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৫.১% বেশি। তবে বাংলাদেশ থেকে রপ্তানি এখনো মালয়েশিয়ার তুলনায় অনেক কম।

প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ মালয়েশিয়ার সমর্থন চায় আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে এবং RCEP-এ যোগ দিতে। এছাড়া গভীর সমুদ্র মৎস্য আহরণ ও বৈদ্যুতিক যানবাহন উৎপাদনে যৌথ উদ্যোগের প্রস্তাবও দেওয়া হবে।

১৩ আগস্ট ইউনূস ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়াতে একটি পাবলিক লেকচার দেবেন এবং তাকে “ডক্টর অব ফিলোসফি ইন সোশ্যাল বিজনেস” সম্মাননা প্রদান করা হবে। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার কমিউনিটির সঙ্গে মতবিনিময় করবেন।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার

Logo