পাতায়া থেকে প্রবাসী শ্রমিকদের ফিরে যাওয়ায় সংকটে পর্যটন খাত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৯:৩১

কম্বোডিয়ান অভিবাসী শ্রমিকদের বাধ্যতামূলক প্রত্যাবর্তনের ফলে থাইল্যান্ডের পর্যটন ও নির্মাণ খাত মারাত্মক শ্রম সংকটে পড়েছে। সীমান্ত উত্তেজনা ও সামাজিক চাপের কারণে হাজার হাজার শ্রমিক নিজ দেশে ফিরে যাওয়ায় পাতায়ার অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয় ঠিকাদার চিতিফাত চানথং জানান, পূর্ব পাতায়ার পং সাবডিস্ট্রিক্টে তার নির্মাণ প্রকল্পে আগে একটি শক্তিশালী কম্বোডিয়ান শ্রমিক দল ছিল। কিন্তু সাম্প্রতিক সংঘাতের পর মাত্র সাত-আটজন শ্রমিক রয়ে গেছে। “তারা বলছে, দেশে না ফিরলে জমি, বাড়ি ও পাসপোর্ট হারানোর আশঙ্কা রয়েছে,” বলেন তিনি।
৪০ বছর বয়সী কম্বোডিয়ান শ্রমিক মি. ড্যাম বলেন, “আমার পরিবার ও গ্রামের বয়স্করা হুমকি দিয়েছে, দেশে না ফিরলে আমার জমি ও নিবন্ধন বাতিল হবে। কিন্তু আমি ঋণে জর্জরিত, ঘরে কোনো কাজ নেই। তাই এখানেই থাকতে বাধ্য হচ্ছি।”
পর্যটন খাতেও সংকট প্রকট। জনপ্রিয় স্পিডবোট ট্যুর ব্যবসার মালিক সিথিকর্ন পমথং জানান, তার কর্মীদের ৮০ শতাংশ কম্বোডিয়ান। “সংঘাতের পর অর্ধেকের বেশি কর্মী ফিরে গেছে। ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছি,” বলেন তিনি।
কম্বোডিয়ান কর্তৃপক্ষ সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করায় পরিস্থিতি আরো অনিশ্চিত হয়ে উঠেছে। কেউ জানে না, সংঘাত আবার শুরু হবে কিনা। এই শ্রম সংকট পাতায়ার অর্থনীতিকে গভীর চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
তথ্যসূত্র: পাতায়া মেইল