Logo
×

Follow Us

এশিয়া

পশ্চিম বলকান দেশগুলোতে অভিবাসী শ্রমিকের চাহিদা বাড়ছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৯:৩০

পশ্চিম বলকান দেশগুলোতে অভিবাসী শ্রমিকের চাহিদা বাড়ছে

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) জানিয়েছে, পশ্চিম বলকান অঞ্চলের দেশগুলোতে অভিবাসী শ্রমিকদের চাহিদা ক্রমবর্ধমান। জনসংখ্যা হ্রাস, দক্ষ শ্রমিকের অভাব এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রেক্ষাপটে এই অঞ্চলগুলো অভিবাসী কর্মীদের ওপর আরো বেশি নির্ভরশীল হয়ে উঠছে।

আইওএমের পশ্চিম বলকান অঞ্চলের মিশনপ্রধান জানলুকা রোকো বলেন, “এই অঞ্চলের দেশগুলোতে জনসংখ্যা কমছে এবং স্থানীয় শ্রমবাজারে দক্ষ কর্মীর ঘাটতি দেখা যাচ্ছে। ফলে অভিবাসী শ্রমিকদের প্রয়োজনীয়তা এখন বাস্তবতা।” তিনি আরো বলেন, “অভিবাসনকে সঠিকভাবে পরিচালনা করা গেলে এটি অর্থনৈতিক উন্নয়নের একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে।”

বসনিয়া ও হার্জেগোভিনা, সার্বিয়া, উত্তর মেসিডোনিয়া, আলবেনিয়া, মন্টেনিগ্রো এবং কসোভো; এই ছয়টি দেশ বর্তমানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিবাসন প্রবাহের গুরুত্বপূর্ণ কেন্দ্র। আইওএমের মতে, এই দেশগুলোতে অভিবাসীদের জন্য নিরাপদ, নিয়মিত এবং মানবিক অভিবাসন ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি।

রোকো বলেন, “আমরা শুধু অভিবাসন নিয়ন্ত্রণ করতে চাই না, বরং অভিবাসীদের মানবাধিকার রক্ষা এবং তাদের সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চাই।” তিনি জোর দেন, অভিবাসন নীতিতে স্বচ্ছতা, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা উচিত।

এই অঞ্চলের কিছু দেশে ইতোমধ্যে অভিবাসী শ্রমিকদের জন্য প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং সামাজিক সংহতির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আইওএম সতর্ক করেছে, অভিবাসন ব্যবস্থাপনায় দুর্বলতা থাকলে তা মানব পাচার, শোষণ এবং সামাজিক অস্থিরতার ঝুঁকি বাড়াতে পারে।

আইওএম পশ্চিম বলকান অঞ্চলে অভিবাসন সংক্রান্ত নীতিমালা উন্নয়নে সহায়তা করছে এবং অভিবাসীদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারগুলোর সঙ্গে কাজ করছে।

তথ্যসূত্র: সারায়েভো টাইমস

Logo