প্রধান উপদেষ্টার কাছে মালয়েশিয়া প্রবাসীদের দাবি
অবৈধ প্রবাসীদের বৈধ করতে দরকার কূটনৈতিক প্রচেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৩:০৮

মালয়েশিয়ায় থাকা অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধ করার দাবি তুলেছেন দেশটিতে থাকা প্রবাসীরা। তাদের প্রধান দাবি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেন মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালায়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে স্মারকলিপিও দেওয়া হয়েছে। মোকাম্মেল হোসেন ও আমির হোসেন রিপনের সই করা সেই স্মারকলিপিতে আরো দাবি করা হয়েছে, মালয়েশিয়ায় আটককৃত প্রবাসীদের মুক্ত করে দেশে ফেরত পাঠানোর বন্দোবস্ত করা এবং পাসপোর্ট রিনিউ কার্যক্রম সহজ ও দ্রুত করা।
কলিং ভিসার সিন্ডিকেট বন্ধ, এয়ারপোর্টে হয়রানি বন্ধ এবং প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো প্রবাসীদের অন্যতম দাবি। মালয়েশিয়া প্রবাসীরা বলছেন, অবৈধদের ধরপাকড়ের কারণে তারা পালিয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ মানবেতর জীবনযাপন করছেন। এসব অসহায় প্রবাসীকে রক্ষা করতে সরকারের উদ্যোগ দেখতে চান মালয়েশিয়া প্রবাসীরা।
এমন একসময় এই স্মারকলিপি দেওয়া হয়েছে, যখন তিন দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকারপ্রধানের এটি ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন।
ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র জানায়, আগামী মঙ্গলবার দুই নেতা দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে মিলিত হবেন। প্রধান উপদেষ্টার এই সফরে প্রায় ১০টি সমঝোতা স্মারক ও নোট সইয়ের ওপর কাজ চলছে। এর মধ্যে প্রতিরক্ষা, উচ্চশিক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে সাতটি স্মারক সইয়ের সম্ভাবনা আছে।