Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ৮ আগস্ট

বাংলাদেশি হত্যার দায়ে এক মালয়েশিয়ানের ফাঁসির রায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১৮:৫৯

বাংলাদেশি হত্যার দায়ে এক মালয়েশিয়ানের ফাঁসির রায়

মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে হত্যার দায়ে এক মালয়েশিয়ানের ফাঁসির আদেশ দিয়েছেন দেশটির হাইকোর্ট। বেরনামার খবরে বলা হয়েছে, সাত বছর আগে পেরাক তেঙ্গা জেলার কাম্পুং গাজাহর সুংগাই গালাহ এলাকায় ওবাইদুল নামের এক বাংলাদেশিকে হত্যার ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জু নম নামে একজন অভিযুক্ত হন। বিচারক সু তার রায়ে জানান, এই বাংলাদেশিকে হত্যার ঘটনা ছিল নির্মম ও পূর্বপরিকল্পিত। রায়ে তিনি আরো বলেন, জু নমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রসিকিউশন যে অনুমান করেছে, দণ্ড মৃত্যুদণ্ড তার উপযুক্ত শাস্তি হবে। অপরাধী সেই শাস্তি মেনে নিয়েছে। তাই তিনি বাদীপক্ষকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সাজা অনুযায়ী তার ফাঁসির আদেশ দেন বিচারক সু।

নিহত ওবাইদুলের ভাই হোসাইন খান জানান, তার ছোট ভাইয়ের কোনো অপরাধ ছিল না। কিন্তু চাকরিতে নিয়োগকর্তার ছেলে জু নম এ হত্যাকাণ্ড ঘটায়। এমন একসময় ওই হত্যাকাণ্ড ঘটে, যখন ওবাইদুল ১ মাসের মধ্যে বাংলাদেশে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। ওবাইদুল ছিলেন তার মা-বাবার তৃতীয় সন্তান এবং উপার্জনের একমাত্র অবলম্বন।


Logo