মালয়েশিয়ার খবর ৭ আগস্ট
মালয়েশিয়ায় যৌক্তিক কারণ ছাড়া ঢোকা কঠিন হবে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৫:৫৮

যৌক্তিক কারণ ছাড়া বা অনুপযুক্ত কারণ দেখিয়ে মালয়েশিয়া যাওয়া কঠিন হচ্ছে। বেরনামা এই খবর দিয়েছে। খবরে বলা হয়, মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানিয়েছেন, সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ইমিগ্রেশন কার্যক্রম ডিজিটালি রূপান্তর বাস্তবায়নে কাজ চলছে, যাতে প্রবেশপথগুলোতে সরাসরি যাত্রী ও ইমিগ্রেশন কর্মকর্তার মধ্যে কথাবার্তা কমানো যায়। এমনটি হলে কোনো যৌক্তিক কারণ ছাড়া মালয়েশিয়ায় ঢোকা কঠিন হয়ে পড়বে।
এদিকে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা ২৬ জন বাংলাদেশিকে দেশটিতে প্রবেশে বাধা দিয়েছে। সংস্থাটির অভিযোগ, অনুপযুক্ত কারণ দেখিয়ে তারা মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিল।
গত ৬ আগস্ট এ ঘটনা ঘটে। কুয়ালালামপুর ইমিগ্রেশনের মনিটরিং টিম তাদের বিমানবন্দর টার্মিনাল ১-এ বিমান নেমে আসার পরে সরাসরি ধরে নিয়ে গিয়ে স্ক্রিনিং করে এবং পরে তাদের পরবর্তী ফ্লাইটে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এই দলে বাংলাদেশি ছাড়াও থাইল্যান্ড, ভারত এবং শ্রীলঙ্কার নাগরিকও ছিলেন। দেশটিতে প্রবেশের শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় তাদেরও একই পথে ফেরত পাঠানো হয়। মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা স্পষ্ট জানিয়েছে, তারা সীমান্ত আইন লঙ্ঘনকারী বা অনিয়মকারী যে কোনো চেষ্টাকে গুরুত্বসহকারে মোকাবিলা করছে এবং শুধু প্রকৃত ও যোগ্য বিদেশি অতিথিদেরই মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেবে।