
নাগরিকত্ব আইনে বড় ধরনের পরিবর্তন আনতে নতুন একটি বিল পাস করেছে মালয়েশিয়া। বিলটি পাসের মাধ্যমে বিদেশে অবস্থানরত মালয়েশিয়ান মায়েদের সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে মালয়েশিয়ার নাগরিকত্ব পাবেন। এতে দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
৪ আগস্ট দেওয়ান রাকয়াত (সংসদ সদস্য), দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এ সংক্রান্ত একটি বিল সংসদে উপস্থাপন করে। এ বিলে ফেডারেল সংবিধানের দ্বিতীয় তফসিলের পার্ট-২ এর সেকশন ১(এ)-তে পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে
এ সাংবিধানিক সংশোধনী কার্যকর করতে নাগরিকত্ব বিধিমালা ১৯৬৪ চূড়ান্ত করা প্রয়োজন। ২০২৬ সালের সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে এই বিধিমালা হাল নাগাদ করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন জানান।
সাংবিধানিক সংশোধনের পর বিদেশি পুরুষকে বিবাহকারী মালয়েশিয়ার নারীদের সে দেশে জন্মগ্রহণ করা সন্তানরা সক্রিয়ভাবে মালয়েশিয়ার নাগরিকত্ব পাবেন।
নাগরিকত্ব বিধিমালা ১৯৬৪ হালনাগাদ করার বিষয়ে মন্ত্রী বলেন, সরকার ৫৭টি ধারা সংশোধন করেছে এবং অনলাইন আবেদনের জন্য নতুন ফরম তৈরি করেছে।
মন্ত্রী আশা প্রকাশ করেন যে, এ প্রক্রিয়া চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে।
তিনি আরো জানান, নাগরিকত্বের মৌলিক প্রয়োজনীয়তা অপরিবর্তিত থাকবে। ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক নয়, বরং এটি একটি সহায়ক প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।
দেশটির নাগরিক সমাজ প্রস্তাবকে নেতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, এর ফলে রাষ্ট্রহীন মানুষের সংখ্যা বাড়তে পারে। অন্যদিকে, বিদেশে অবস্থানরত মালয়েশিয়ান মেয়েদের সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে।
তথ্যসূত্র: নিউজ টোয়েন্টিফোর