বাংলাদেশিদের জন্য ভিসা আবেদনের খরচ প্রায় দ্বিগুণ করেছে ভারত। বর্তমানে ভারতে ভিসা আবেদনের খরচ ৮২৪ টাকা, যা বাড়িয়ে ১৫০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক এই তথ্য জানিয়েছে।
আইভ্যাক আরো জানিয়েছে, বিগত বছরগুলোতে উপকরণের দাম ও প্রসেসিং খরচ বেড়ে যাওয়ায় ভিসার খরচ বাড়াতে হয়েছে, যা আগামী ১০ আগস্ট থেকে কার্যকর হবে।
যদিও গত এক বছর ধরে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা দেওয়া এক রকম বন্ধ করে রেখেছে ভারত। কেবল জরুরি চিকিৎসা ভিসা কার্যক্রম সীমিতভাবে চালু রাখে দেশটি। আইভ্যাক জানিয়েছে, ২০১৮ সালের পর ভিসা প্রসেসিং ফি প্রথমবারের মতো সংশোধন করেছে, যা সেবার মান ও অবকাঠামোগত উন্নতিতে কাজে লাগবে।
বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা সেন্টারে বাংলাদেশিদের জন্য সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা রয়েছে।
logo-1-1740906910.png)