মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু, আহত দুই

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১১:০৯

মালয়েশিয়ার পূর্ব উপকূল মহাসড়ক (LPT1)-এর কুয়ানতান অংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে ১ আগস্ট সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। এ সময় একটি টয়োটা অ্যাভাঞ্জা MPV গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।
নিহতদের পরিচয়:
মো. সাব্বের হাসান (৩০), চালক
মো. জাহিদ হাসান (২১), যাত্রী
আব্দুল্লাহ (২৪), যাত্রী
আহতদের পরিচয়:
মো. হাবিব বিশ্বাস (৪৫)
প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি কুয়ানতান থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্স মে, ২০২৫ থেকে মেয়াদোত্তীর্ণ ছিল। দুর্ঘটনার কারণ হিসেবে গাড়ির নিয়ন্ত্রণ হারানোকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। মামলাটি বর্তমানে মালয়েশিয়ার রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী তদন্তাধীন আছে।
তথ্যসূত্র: www.bernama.com