
কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস এই বলে মানুষকে সতর্ক করেছে যে মালয়েশিয়ার ভিসা, দেশটিতে কর্মী পাঠানো নিয়ে প্রতারক চক্র সক্রিয় রয়েছে। চক্রটি মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর নাম করে দেশের মানুষের কাছ থেকে পাসপোর্ট ও নগদ টাকা নিচ্ছে।
হাইকমিশন নিশ্চিত করেছে, সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে কোনো চুক্তি নাই। এছাড়া সাবাহ প্রদেশের কর্তৃপক্ষের কাছে এ নিয়ে কোনো সিদ্ধান্তও পাওয়া যায়নি। তবে এ নিয়ে সাবাহ্ প্রদেশের কর্তৃপক্ষে সাথে আলোচনা চলমান রয়েছে।
চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে কোনো প্রতারক চক্রের প্রতারণায় যেন কেউ না পড়েন, টাকা লেনদেন না করেন, সেই বিষয়ে জনগণকে সতর্ক করেছে দূতাবাস।