সিঙ্গাপুরের সিঙ্কহোল থেকে এক নারীকে উদ্ধার করলেন প্রবাসী শ্রমিকরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৯:০৬

সিঙ্গাপুরের একটি ব্যস্ত সড়কে ৩ মিটার গভীর সিঙ্কহোলে পড়ে যাওয়া গাড়ি থেকে এক নারীকে উদ্ধার করেন সাতজন ভারতীয় অভিবাসী শ্রমিক। তারা নির্মাণস্থল থেকে দড়ি এনে মাত্র পাঁচ মিনিটে নারীকে নিরাপদে তুলে আনেন। ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং শ্রমিকদের ‘নায়ক’ হিসেবে প্রশংসা করা হয়।
অভিবাসী শ্রমিকদের বাস্তবতা: সিঙ্গাপুরে প্রায় ১.১৭ মিলিয়ন অভিবাসী শ্রমিক কাজ করেন, যারা মূলত বাংলাদেশ, ভারত ও মিয়ানমার থেকে আসেন। তারা নির্মাণ, জাহাজ নির্মাণ ও উৎপাদন খাতে কম মজুরিতে কঠোর পরিশ্রম করেন। অনেকেই মাত্র ৩০০ সিঙ্গাপুরি ডলার মাসিক আয় করেন এবং অপর্যাপ্ত আবাসন ও স্বাস্থ্যসেবা পান।
পরিবহন ও নিরাপত্তা সংকট: এই ঘটনার মাধ্যমে আবারো আলোচনায় এসেছে ফ্ল্যাট-বেড ট্রাকে শ্রমিক পরিবহনের ঝুঁকি। আইন অনুযায়ী এটি নিষিদ্ধ হলেও মালিকদের জন্য অনুমোদিত। এতে দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা ঘটেছে, যেমন ২০২১ ও ২০২৪ সালে কয়েকজন শ্রমিক নিহত হন।
স্থায়ী বসবাসের সীমাবদ্ধতা: দীর্ঘদিন কাজ করলেও অভিবাসী শ্রমিকরা স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পান না। এমনকি সিঙ্গাপুরের নাগরিকদের সঙ্গে বিয়ে করতে হলে সরকারের অনুমতি প্রয়োজন।
প্রশংসা না কি প্রতীকী সম্মান? উদ্ধারকারী শ্রমিকদের স্মারক কয়েন দিয়ে সম্মান জানানো হয়, কিন্তু অনেকেই এটিকে প্রতীকী ও অপ্রতুল বলে সমালোচনা করেন। মানবাধিকার সংগঠনগুলো স্থায়ী বাসস্থান, ন্যূনতম মজুরি ও নিরাপদ পরিবহন নিশ্চিত করার দাবি জানায়।
সামাজিক প্রতিক্রিয়া: “আজ তাদের নায়ক বলা হয়, কাল আবার ‘প্রতারক’ বা ‘অপরিচ্ছন্ন’ বলে অপবাদ দেওয়া হয়,” মন্তব্য করেন সমাজকর্মী সুরেন্দর কুমার। অন্যরা বলেন, “এই শ্রমিকদের সাহসিকতা প্রশংসার যোগ্য, কিন্তু তাদের মানবাধিকারও রক্ষা করতে হবে”।
তথ্যসূত্র: বিবিসি নিউজ