মালয়েশিয়ার খবর ৩১ জুলাই
বিদেশি কর্মী নেওয়া কমাবে মালয়েশিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৬:৩০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন, তার সরকার ২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনবে। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য নিউ স্ট্রেইট টাইমস এই খবর দিয়েছে।
৩১ জুলাই ১৩তম মালয়েশিয়া পরিকল্পনা উত্থাপনের সময় তিনি আরো বলেন, বিদেশি শ্রমিকদের, বিশেষ করে অর্ধদক্ষ কর্মীদের ওপর নির্ভরতা কমানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে, যাতে দেশের প্রতিযোগিতা ক্ষমতা বৃদ্ধি পায় এবং কম মজুরি ও উৎপাদনশীলতার সমস্যার সমাধান করা যায়।
এই নির্ভরতা কমানোর সময় প্রতিটি খাতের নির্দিষ্ট চাহিদাকে বিবেচনায় নেওয়া হবে, বিশেষ করে যেসব কাজকে অপরিচ্ছন্ন, বিপজ্জনক ও কঠিন বা 3D হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাসের জন্য জারি করার প্রয়োজনীয়তাগুলোও কঠোর করা হবে, যার মধ্যে রয়েছে নিয়োগকর্তা এবং সেক্টর স্থানান্তরের জন্য কঠোর যোগ্যতার মানদণ্ড, ব্যবসায়িক কার্যকলাপের উপর বিধিনিষেধ এবং সর্বাধিক সংক্ষিপ্ত কর্মসংস্থানের সময়কাল আরোপ করা।
সব বিদেশি কর্মীর আবেদনপত্র একটি ক্লিয়ারিং হাউসের মধ্য দিয়ে যেতে হবে। এই পদক্ষেপটি এটি নিশ্চিত করার উদ্দেশ্যে করা হয়েছে, যাতে স্থানীয় কর্মীদের চাকরির শূন্যপদ পূরণে অগ্রাধিকার দেওয়া হয়। ফলে ভবিষ্যতে মালয়েশিয়ায় কলিং ভিসায় যে পরিমাণ শ্রমিকরা যেতে পারেন, বাংলাদেশ থেকে তার পরিমাণ খানিকটা কমে যেতে পারে।