মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা চালুতে খুশি প্রবাসীরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৭:০৩

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে মালয়েশিয়া সরকার। গেল ১৫ জুলাই এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে এই ঘোষণা দিয়েছে। এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে।
তিনি আরো বলেন, গেল মে মাসে মালয়েশিয়া সফরকালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত এ সমস্যার সমাধানের আশ্বাস দেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।
অবশেষে গেল ১০ জুলাই প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করে একটি পরিপত্র জারি করেছে দেশটির সরকার।
এদিকে মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হওয়ায় খুশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এক প্রবাসী বলেন, "আমাদের বাবা-মা অনেকে দেশের বাড়িতে মারা যায়। মাল্টিপল এন্ট্রি ভিসা না থাকার কারণে আমরা দেশে যাইতে পারি না। সেই সুবাদে সংবাদটা শুনে আমরা মালয়েশিয়া প্রবাসী যারা আছি সবাই আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।" আরেকজন বলেন, "মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার কারণে আমরা প্রবাসীরা অত্যন্ত খুশি।" আরেক প্রবাসী বলেন, "আমাদের বর্তমান সরকার প্রবাসীদের মনের আশা পূরণ করেছেন। আমরা মাল্টিপল এন্ট্রি ভিসা দিয়ে আমাদের যখন যেখানে প্রয়োজন হবে আমরা তখন যেতে পারব।"
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ