Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় চালু হচ্ছে ই-হেলথ সেবা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৭:১৮

মালয়েশিয়ায় চালু হচ্ছে ই-হেলথ সেবা

মালয়েশিয়া ই-হেলথ সেবা চালুর মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে শুরু করেছে। দেশটির কমিউনিকেশন্স ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করছে, যার লক্ষ্য ৭০০-এর বেশি গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।

এই প্রকল্পের মূল ভিত্তি হলো ন্যাশনাল ইনফরমেশন ডিসেমিনেশন সেন্টার্স (এনএডিআইএস), যেগুলো আগে শুধু ইন্টারনেট ও তথ্যপ্রদানের কেন্দ্র ছিল। এখন সেগুলোকে স্বাস্থ্যসেবার কমিউনিটি হাব হিসেবে রূপান্তর করা হচ্ছে। এনএডিআইএসে উচ্চগতির ইন্টারনেট থাকায় টেলিহেলথ, রিমোট স্ক্রিনিং, ভার্চুয়াল পরামর্শ এবং ইলেকট্রনিক স্বাস্থ্য ডেটা আদান-প্রদান সম্ভব হচ্ছে।

বিশেষত সাবাহ ও সারাওয়াকের মতো দুর্গম অঞ্চলে এই পরিষেবা চিকিৎসা অসাম্য দূর করতে সহায়ক হবে। রোগীরা এখন ঘণ্টার পর ঘণ্টা পথ পাড়ি না দিয়েই এনএডিআইএসে গিয়ে রক্তচাপ, ডায়াবেটিস, সাধারণ রোগের স্ক্রিনিং করাতে পারবেন।

প্রযুক্তির আরেকটি চমক হলো ড্রোনভিত্তিক ওষুধ সরবরাহ। এনএডিআইএস থেকে নিকটবর্তী ক্লিনিকে ড্রোনে করে ওষুধ পাঠানো হচ্ছে, যা সময়ের সাশ্রয় ও দুর্গম এলাকায় পৌঁছানোর সক্ষমতা বাড়াচ্ছে। যদিও এটি এখন পাইলট পর্যায়ে। তবে ইতোমধ্যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজে একটি ডেমো দেখেছেন।

এই উদ্যোগ সফল করতে প্রয়োজন ১ জিবি পার সেকেন্ড পর্যন্ত ইন্টারনেট স্পিড এবং এনএডিআইএস কর্মীদের জন্য স্বাস্থ্য–সম্পর্কিত প্রশিক্ষণ। স্বাস্থ্য ও কমিউনিকেশন্স মন্ত্রণালয় যৌথভাবে ডেটা গোপনীয়তা, টেলিহেলথ প্ল্যাটফর্ম পরিচালনা ও রোগী-পরিচর্যার প্রাথমিক জ্ঞান প্রদান করছে।

তথ্যসূত্র: ভিয়েতনাম প্লাস 

Logo