মালয়েশিয়ার খবর ২৪ জুলাই
মালয়েশিয়ায় অভিযানে ২২৫ জন আটক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৪:৫৭

মালয়েশিয়ায় তানজুং ল্যাংসাটে অভিযান চালিয়ে জোহরের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রক্রিয়াকরণ ও নির্মাণ সাইট থেকে মোট ২২৫ জনকে আটক করা হয়েছে।
মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টারের খবরে বলা হয়েছে, অবৈধ বিদেশি কর্মীরা গত দুই থেকে তিন মাস ধরে সাইটে কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদির বরাত দিয়ে বলা হয়েছে, অভিযানে আটক হয়েছন ৮৪ জন বাংলাদেশি।
তবে সবচেয়ে বেশি ১২৯ চীনা আটক হয়েছেন এই অভিযানে। আটককৃতদের মধ্যে আছেন ইন্দোনেশিয়া, নেপাল ও পাকিস্তানের নাগরিকরাও। মোহাম্মদ রুসদি আরো জানিয়েছেন, বৈধ পারমিট ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ এবং থাকার জন্য এদের আটক করা হয়েছে। তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আটক ব্যক্তিদের পেকান নানাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।