Logo
×

Follow Us

এশিয়া

চীনা পর্যটকদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৮:৩৭

চীনা পর্যটকদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত

ভারত পাঁচ বছর পর প্রথমবারের মতো চীনা নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা ইস্যু করতে যাচ্ছে। ২৪ জুলাই থেকে এ ভিসা ইস্যু শুরু হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে চীনে ভারতের দূতাবাস। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০২০ সালে বিতর্কিত হিমালয় সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে মারাত্মক অবনতি ঘটে। ওই ঘটনার জেরে ভারত চীনা বিনিয়োগে কড়াকড়ি আরোপ করে, শত শত জনপ্রিয় চীনা অ্যাপ নিষিদ্ধ করে এবং যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা কমিয়ে দেয়।

অন্যদিকে, চীন কোভিড-১৯ মহামারির সময় ভারতসহ বহু দেশের নাগরিকদের জন্য ভিসা দেওয়া স্থগিত করেছিল। তবে ২০২২ সালে তা ধাপে ধাপে শিথিল করা হয় এবং সে বছর শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য আবার ভিসা দেওয়া শুরু করে। তবে ভারতীয় পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা স্থগিতই ছিল।

চলতি বছরের মার্চ মাসে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় চালুর সিদ্ধান্তের পর এ ভিসা বিষয়েও অগ্রগতি শুরু হয়।

গত বছর ভারত ও চীনের মধ্যে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়, যার মধ্যে অক্টোবর মাসে রাশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আলোচনাও ছিল। ভারত ও চীনের মধ্যে ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ১৯৫০-এর দশক থেকে বিতর্কিত। ১৯৬২ সালে দুই দেশ একটি স্বল্পকালীন কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধেও জড়িয়েছিল।

চলতি জুলাই মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্পর্ক স্বাভাবিক করতে হলে চীনকে সীমান্ত উত্তেজনা কমাতে হবে, সেনা পিছিয়ে নিতে হবে এবং ‘বাণিজ্যে বিধিনিষেধমূলক ব্যবস্থা’ এড়িয়ে চলতে হবে। তিনি এ মন্তব্য করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে।

তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ

Logo