Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় বাড়ছে অনলাইন প্রতারণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৮:৩১

মালয়েশিয়ায় বাড়ছে অনলাইন প্রতারণা
মালয়েশিয়ায় বাড়ছে অনলাইন প্রতারণা

মালয়েশিয়ায় ই-কমার্স প্রতারণা ভয়াবহভাবে বেড়েছে, যার ফলে চলতি বছরের প্রথম ছয় মাসেই ৬৩ মিলিয়ন রিংগিত (প্রায় ১৫ কোটি টাকা) ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগীরা।

বুকিত আমান কমার্শিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CCID)-এর পরিচালক দাতুক রুসদি মোহাম্মদ ইসা জানিয়েছেন, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৫ হাজার ২৫২টি প্রতারণার মামলা নথিভুক্ত হয়েছে। প্রতারণাগুলো ঘটেছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, টিকটক ও মুদাহডটমাইর মতো জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে।

প্রতারণার সবচেয়ে সাধারণ কৌশল ছিল ভুয়া বিক্রেতা দ্বারা অদৃশ্য পণ্য বিক্রির প্রতিশ্রুতি, যা অর্থ পরিশোধের পরও কখনোই সরবরাহ করা হয়নি। এছাড়া নকল ওয়েবসাইট, ফিশিং ই-মেইল, এবং মেসেজিং অ্যাপের মাধ্যমে পরিচয় চুরি করে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।

দাতুক রুসদি বলেন, “এই প্রতারণাগুলোতে ভুক্তভোগীরা বিশ্বাস করে অর্থ পাঠান, কিন্তু পণ্য না পেয়ে পরে বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন।” তিনি আরো সতর্ক করেন, নকল ই-কমার্স কোম্পানির নাম ব্যবহার করে পাঠানো ই-মেইল বা মেসেজে ক্লিক না করতে এবং ব্যক্তিগত তথ্য শেয়ার না করতে।

এই পরিস্থিতি মালয়েশিয়ার ডিজিটাল নিরাপত্তা ও ভোক্তা সুরক্ষার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এআই প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার বিস্তার প্রতারকদের কৌশল আরো জটিল ও বিশ্বাসযোগ্য করে তুলেছে।

মালয়েশিয়ার পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, অনলাইন স্ক্যাম ও ই-কমার্স প্রতারণায় বিদেশি নাগরিকদের সম্পৃক্ততার কিছু নজির রয়েছে। উদাহরণস্বরূপ, ২০২৩ সালের একটি ঘটনায় বাংসার এলাকায় অনলাইন ফরেক্স ইনভেস্টমেন্ট স্ক্যামে জড়িত থাকার অভিযোগে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে দুজন বিদেশি নাগরিক ছিলেন।

তবে এই ধরনের ঘটনায় সব প্রবাসী জড়িত নন, বরং অনেক সময় তাদের নাম, পরিচয় বা পাসপোর্ট তথ্য ব্যবহার করে প্রতারক চক্র মিউল অ্যাকাউন্ট বা ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ পাচার করে থাকে।

পুলিশের মতে, ছাত্র, অস্থায়ী কর্মী বা ভিসানির্ভর অবস্থায় থাকা ব্যক্তিরা কখনো কখনো অজান্তেই এই চক্রের অংশ হয়ে পড়েন, বিশেষ করে যখন ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর ভাড়া দেওয়া হয়।

প্রবাসীদের জন্য সতর্কতা:

- নিজের পরিচয় বা ব্যাংক অ্যাকাউন্ট অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া বিপজ্জনক

- অপরিচিত অনলাইন অফার বা ইনভেস্টমেন্ট স্কিমে অংশ নেওয়ার আগে যাচাই করা জরুরি

- মালয়েশিয়ার ‘Semak Mule’ পোর্টাল ব্যবহার করে সন্দেহজনক লেনদেন যাচাই করা যেতে পারে

তথ্যসূত্র: নিউ স্ট্রেইট টাইমস, মালয়েশিয়া

Logo