থাইল্যান্ডের সবচেয়ে সস্তা কেনাকাটার সেরা মার্কেটগুলো

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৮:৩০

ব্যাংকক শুধু থাইল্যান্ডের রাজধানী নয়, বরং এশিয়ার অন্যতম সাশ্রয়ী ও বৈচিত্র্যময় কেনাকাটার স্বর্গরাজ্য। হলিডিফাইর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে ব্যাংককের আটটি জনপ্রিয় বাজার ও শপিং মল, যেখানে পর্যটকরা অল্প খরচে পছন্দের পণ্য কিনতে পারেন।
সবচেয়ে জনপ্রিয় গন্তব্য চাতুচাক উইকেন্ড মার্কেট, যা ৩৫ একর জায়গাজুড়ে বিস্তৃত এবং ৮ হাজারটিরও বেশি স্টল রয়েছে। এখানে পোশাক, সিরামিক, বই, গৃহসজ্জা, খাবার, এমনকি পোষা প্রাণীর সামগ্রীও পাওয়া যায়। শুক্রবার সন্ধ্যা থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত এটি খোলা থাকে।
ইউনিয়ন মল তরুণদের ফ্যাশনের জন্য আদর্শ। এখানে কোরিয়ান ও জাপানিজ স্টাইলের পোশাক, বিউটি প্রোডাক্ট এবং সাশ্রয়ী ম্যানিকিউর-পেডিকিউর সার্ভিস পাওয়া যায়। এটি এমআরটি ফাহোন ইয়োথিন স্টেশনের পাশে অবস্থিত।
প্লাটিনাম ফ্যাশন মল মূলত হোলসেল শপিংয়ের জন্য পরিচিত। ছয় তলায় ১৩০০+ দোকান রয়েছে, যেখানে রিটেইল ও হোলসেল দুই ধরনের দাম থাকে। এটি রেচাথেউই বা Chidlom BTS স্টেশন থেকে হাঁটাপথে পৌঁছানো যায়।
তালাদ রট ফাই নাইট মার্কেট ব্যাংককের ভিন্টেজ ও অ্যান্টিক পণ্যের জন্য বিখ্যাত। এখানে ক্ল্যাসিক গাড়ি, পুরনো ক্যামেরা, খেলনা, পোশাক ও জুতা পাওয়া যায়। বৃহস্পতিবার থেকে রোববার রাত ১টা পর্যন্ত এটি খোলা থাকে।
পানটিপ প্লাজা প্রযুক্তিপণ্য ও ইলেকট্রনিকসের জন্য স্বর্গ। এখানে ল্যাপটপ, মোবাইল, সফটওয়্যার, রিপেয়ার সার্ভিস সবই পাওয়া যায়। BTS রেচাথেউই স্টেশন থেকে সহজে যাওয়া যায়।
এমবিকে সেন্টার ৮৯ হাজার স্কয়ার মিটার জায়গায় ২০০০+ দোকান নিয়ে গঠিত। এখানে ইলেকট্রনিকস, পোশাক, স্যুভেনির, বিউটি প্রোডাক্ট সবই সাশ্রয়ী দামে পাওয়া যায়। বিটিএস ন্যাশনাল স্টেডিয়াম স্টেশন থেকে সরাসরি যাওয়া যায়।
সামপেং মার্কেট ব্যাংককের প্রাচীনতম হোলসেল মার্কেট। এখানে গিফট, জুয়েলারি, থাই পোশাক, স্ন্যাকস সবই পাওয়া যায়। এটি ২৪ ঘণ্টা খোলা থাকে এবং চাও প্রয়া রিভারবোট ব্যবহার করে পৌঁছানো যায়।
সবশেষে প্রাটুনাম মার্কেট, যেখানে পোশাক, ব্যাগ, জুতা সবই হোলসেল দামে পাওয়া যায়। বেয়োকি টাওয়ার ওয়ানের আশপাশে ভালো ডিল পাওয়া যায়।
এই বাজারগুলো শুধু কেনাকাটার জন্য নয়, বরং ব্যাংককের সংস্কৃতি, খাদ্য ও নাগরিক সৌন্দর্য উপভোগের জন্যও উপযুক্ত। পর্যটকদের জন্য এটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠতে পারে।
তথ্যসূত্র: হলিডিফাই