Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার জোহর বাহরুতে হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৩:৪৮

মালয়েশিয়ার জোহর বাহরুতে হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি

মালয়েশিয়ায় জোহর বাহরুতে হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি ও ই পাসপোর্ট সার্ভিস দেবে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার টিম। হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সেবা পেতে হলে প্রবাসীদের অবশ্যই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

২৬-২৭ জুলাই শনি ও রোববার জোহর বাহরুর, দেওয়ান সেরবাগুনা মাজিদি, ৬৬ জালান চেমপাকা, কাম্পুং দাতু সুলায়মান মেনটের এ সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া পাসপোর্ট বিতরণ সম্ভব হবে না বলে জানানো হয়েছে দূতাবাসের বিজ্ঞপ্তিতে। 

পাসপোর্ট ডেরিভারির জন্য বিদ্যমান POS বা পোস্ট অফিস মালয়েশিয়ার সার্ভিসটিও চালু থাকবে। এক অ্যাপয়েন্টমেন্টের জন্য দুই সার্ভিস দেওয়া হবে না। পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্টের জন্য https://appointment.bdhckl.gov.bd লগইন করতে হবে।

Logo