Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ২২ জুলাই

মালয়েশিয়ায় ১ আগস্ট থেকে ন্যূনতম মজুরি কার্যকর হবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১২:৩৫

মালয়েশিয়ায় ১ আগস্ট থেকে ন্যূনতম মজুরি কার্যকর হবে

মালয়েশিয়ায় ১ আগস্ট থেকে কর্মীদের জন্য ১৭শ রিংগিত ন্যূনতম মজুরি পুরোদমে চালু হতে যাচ্ছে। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, কর্মীর সংখ্যা নির্বিশেষে সব নিয়োগকর্তার জন্য এটি কার্যকর হবে। 

মালয়েশিয়ায় দৈনিক দ্য স্টারের খবরে বলা হয়েছে, এই মজুরির আদেশ সবাইকে মানতে হবে জানিয়ে মালয়েশিয়া সরকার বলছে, পাঁচজনের কম কর্মচারী আছে এমন নিয়োগকর্তার জন্য যে ছয় মাসের সময়সীমা মঞ্জুর করা হয়েছিল, তার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ জুলাই। 

দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় আরো জানিয়েছে, এই ন্যূনতম মজুরি বিদেশি কর্মীদের বেলায়ও প্রযোজ্য হবে। এর ফলে বাংলাদেশের কর্মীরাও পাবেন এই ন্যূনতম মজুরি। ফলে বাড়বে দেশটিতে থাকা বাংলাদেশি কর্মীদের ন্যুনতম বেতন। তবে তা দেশটির গৃহকর্মীদের বেলায় প্রযোজ্য হবে না। 

আইন অনুযায়ী নিয়োগকর্তা কর্মীদের ন্যূনতম মজুরি দিতে বাধ্য থাকবে। আর যদি নিয়োগকর্তা তা দিতে ব্যর্থ হয়, তাহলে ১০ হাজার রিংগিত জরিমানা হবে। দ্বিতীয়বার এই আইন ভাঙলে ২০ হাজার রিংগিত জরিমানা হবে। 

মালয়েশিয়া সরকার মনে করে, ন্যূনতম বেতন কর্মক্ষেত্রে দক্ষকর্মীদের ধরে রাখতে সাহায্য করবে, শ্রমবাজারে দীর্ঘমেয়াদে প্রতিযোগিতাও জোরদার করবে।

Logo