Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার নতুন ভিসা প্রক্রিয়া ১ আগস্ট থেকে চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:১৯

মালয়েশিয়ার নতুন ভিসা প্রক্রিয়া ১ আগস্ট থেকে চালু

মালয়েশিয়া অভিবাসন বিভাগ ১ আগস্ট ২০২৫ থেকে চালু করতে যাচ্ছে মাই ভিসা: ২.০; যা একটি সম্পূর্ণ ডিজিটাল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ভিসা প্রক্রিয়া, যা বিদেশি নাগরিকদে জন্য ভিসা আবেদনকে আরো দ্রুত, নিরাপদ ও সহজ করে তুলবে।

এই নতুন প্ল্যাটফর্মটি মূলত ২০২১ সালের ডিসেম্বরে চালু হওয়া মাই ভিসা সিস্টেমের উন্নত সংস্করণ। এবার আবেদনকারীদের আর দূতাবাসে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। পাসপোর্ট স্ক্যানিং, ডকুমেন্ট আপলোড, ভার্চুয়াল ইন্টারভিউ, রিয়েল-টাইম ট্র্যাকিং, কিউআর কোডসহ ই-ভিসা অনুমোদন এবং লাইভ চ্যাট সহায়তা; সবকিছুই হবে অনলাইনে।

মাই ভিসা: ২.০-এর অন্যতম বৈশিষ্ট্য হলো অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর), স্মার্ট অটোমেশন এবং মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদনকারীরা যে কোনো স্থান থেকে আবেদন করতে পারবেন। এআই প্রযুক্তি ব্যবহার করে আবেদন যাচাই ও প্রক্রিয়াকরণ হবে আরো দ্রুত এবং নির্ভুলভাবে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, এই প্ল্যাটফর্মটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত ও নিরাপদ সেবা নিশ্চিত করা যায়। উপ-গৃহমন্ত্রী শামসুল আনোয়ার নাসারাহ ১০৩তম ইমিগ্রেশন দিবসে এই প্ল্যাটফর্মের উদ্বোধন করেন, যার মূল প্রতিপাদ্য ছিল “অল ড্রাইভিং ইমিগ্রেশন রিফর্ম”।

মাই ভিসা: ২.০ মূলত তাদের জন্য প্রযোজ্য, যেসব দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশের জন্য ভিসা প্রয়োজন। যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ইত্যাদি। পর্যটন, শিক্ষার্থী, কর্মসংস্থান বা চিকিৎসা ভিসার আবেদনকারীরা এই নতুন প্ল্যাটফর্ম ব্যবহার করবেন।

এই পদক্ষেপ মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় ডিজিটাল রূপান্তর ও সেবার মানোন্নয়নের এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা ভবিষ্যতের অভিবাসন নীতিতে প্রযুক্তির ভূমিকা আরো জোরদার করবে।

তথ্যসূত্র: দ্য সান, মালয়েশিয়া

Logo