
সিঙ্গাপুরের ‘নভোটেল সিঙ্গাপুর কিচনার’ হোটেলে ২০ জুলাই ‘বাংলাদেশ রেমিটার্স সম্মাননা-২০২৫’ শীর্ষক এক সম্মাননার আয়োজন করা হয়। সিঙ্গাপুর প্রবাসীদের জন্য প্রথমবারের মতো আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে বণিক বার্তা। প্রবাসীদের রেমিট্যান্স অবদানকে কৃতজ্ঞতাভরে স্মরণ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, রেমিট্যান্স দেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের চেয়েও বেশি অবদান রাখছে, কারণ প্রবাসীর সংখ্যা প্রায় ১ কোটি ২০ লাখ, যেখানে গার্মেন্টসে কর্মরত শ্রমিক ৩০-৪০ লাখ।
গভর্নর জানান, প্রবাসীদের সঙ্গে দেশের সম্পর্ক সুদৃঢ় করতে ওয়েবভিত্তিক ডলার বন্ড বিনিয়োগ ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে, যাতে বিদেশ থেকেই নিরাপদে বিনিয়োগ করা যায়। অনুষ্ঠানে ১৪ জন রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়, যারা বিভিন্ন ব্যাংকের এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে আসছেন।
সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম নজরুল ইসলাম জানান, গাজীপুরে একটি মডেল ট্রেনিং সেন্টার স্থাপন করে সিঙ্গাপুরের শ্রমবাজার সম্প্রসারণের চেষ্টা চলছে। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান বলেন, সিঙ্গাপুর থেকে দেশের রেমিট্যান্সের এক-তৃতীয়াংশ তাদের ব্যাংকের মাধ্যমে আসে এবং প্রবাসীদের জন্য নিরাপত্তাহীন ঋণ সুবিধা চালু রয়েছে।
অনুষ্ঠানে থাকরাল গ্রুপের চেয়ারম্যান গুরমুখ সিং জানান, ১৯৭২ সাল থেকে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে এবং তারা আইটি, টেক্সটাইল ও ইলেকট্রনিকস খাতে কাজ করছে। এনবিএল মানি ট্রান্সফারের সিইও বলেন, রেমিট্যান্সের পুরো অর্থই দেশের অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখে, যেখানে গার্মেন্টস খাতের বড় অংশ ব্যাক-টু-ব্যাক এলসিতে চলে যায়।
ইসলামী ব্যাংকের প্রতিনিধি প্রবাসীদের জীবন বীমা চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন। অগ্রণী ও প্রাইম এক্সচেঞ্জ হাউসের সিইওরা জানান, তারা শুধু আর্থিক সেবা নয়, বিনিয়োগ পরামর্শ ও সরকারি বন্ডে অংশগ্রহণের সুযোগও দিচ্ছেন। সম্মাননা পাওয়া প্রবাসীরা বলেন, দীর্ঘদিনের শ্রমের স্বীকৃতি পেয়ে তারা গর্বিত।
দেশটিতে কার্যরত বাংলাদেশি চারটি ব্যাংকের এক্সচেঞ্জ হাউস এ অনুষ্ঠান আয়োজন ও সম্মাননাপ্রাপ্ত ১৪ বাংলাদেশিকে চূড়ান্ত করতে সহযোগিতা করে। এ ব্যাংকগুলো হলো অগ্রণী ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ন্যাশনাল ব্যাংক পিএলসি। অনুষ্ঠানের অন্য সহযোগী ছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স। সম্মাননা অনুষ্ঠানের স্পন্সর ছিল সিঙ্গাপুরের কোম্পানি ‘থাকরাল’।
তথ্যসূত্র: দৈনিক বণিক বার্তা