
ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হা লং বেতে একটি পর্যটকবাহী নৌকা উল্টে গিয়ে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে এবং আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন। শনিবার দুপুরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে “ওয়ান্ডার সিজ” নামের নৌকাটি উল্টে যায়। এতে ৫৩ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই হ্যানয় থেকে আগত ভিয়েতনামী পরিবার।
স্থানীয় সময় দুপুর ২টার দিকে আকাশ হঠাৎ অন্ধকার হয়ে যায়, প্রবল বৃষ্টি, বজ্রপাত ও বড় বড় শিলাবৃষ্টিতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। একজন প্রত্যক্ষদর্শী জানান, “শিলাগুলো ছিল আঙুলের মতো বড়, সঙ্গে ছিল বজ্রঝড় ও প্রবল বৃষ্টি।”
নৌকাটি উল্টে যাওয়ার পর ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে একজন ১০ বছর বয়সী শিশু। সে জানায়, “আমি গভীর শ্বাস নিয়ে ডুব দিলাম, তারপর সাঁতরে ওপরে উঠলাম। সাহায্যের জন্য চিৎকার করলাম, তারপর একটি নৌকা আমাকে তুলে নেয়।”
উদ্ধারকৃত মৃতদেহের মধ্যে কমপক্ষে আট শিশু রয়েছে বলে জানিয়েছে ভিএন এক্সপ্রেস। নিখোঁজদের সন্ধানে রাতভর উদ্ধার অভিযান চালানো হয়, তবে প্রবল বৃষ্টিতে তা ব্যাহত হয়।
একজন নিহতের মা বলেন, “আমি শুধু মরতে চাই। আমার ছেলের জায়গায় যদি আমি যেতে পারতাম!” আরেকজন ভাই হারানো ব্যক্তি বলেন, “আমার ভাই সাঁতার জানত, কিন্তু সবকিছু এত দ্রুত ঘটেছে যে কিছুই করার সুযোগ ছিল না।”
ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
হা লং বে, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যা প্রতি বছর লাখো পর্যটককে আকর্ষণ করে। ২০১৯ সালে প্রায় ৪ মিলিয়ন পর্যটক এই অঞ্চলে ভ্রমণ করেন। এই দুর্ঘটনা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ বলে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি