Logo
×

Follow Us

এশিয়া

তুরস্ক ও ভারতের জন্য ভিসা সহজ করল ইইউ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৯:৪৭

তুরস্ক ও ভারতের জন্য ভিসা সহজ করল ইইউ

ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি তুরস্ক এবং ভারতের নাগরিকদের জন্য সেনজেন ভিসা নীতিতে উল্লেখযোগ্য শিথিলতা এনেছে। এই পরিবর্তনের ফলে দুই দেশের নিয়ম মেনে ভ্রমণ করা যাত্রীরা এখন থেকে সহজে দীর্ঘমেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ পাবেন।

ভিসা নীতিতে এই নতুন ব্যবস্থা “ক্যাসকেড ভিসা” নামে পরিচিত। এর আওতায় ভারতীয় যাত্রীরা, যারা গত তিন বছরে অন্তত দুটি সেনজেন ভিসা নিয়ে সেগুলো নিয়মমাফিক ব্যবহার করেছেন, তারা প্রথমে দুই বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন। পরবর্তী সময়ে পাসপোর্টের মেয়াদ থাকলে পাঁচ বছর মেয়াদি ভিসা দেওয়ার সুযোগও থাকবে। এই ভিসাধারীরা ভিসামুক্ত নাগরিকদের মতো সুবিধা পাবেন, তবে ৯০ দিনে ১৮০ দিনের ভ্রমণের শর্ত মেনে চলতে হবে।

তুরস্কের জন্যও একই কাঠামো অনুসরণ করা হয়েছে। নিয়মিত ভ্রমণকারীরা প্রথমে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন এবং পরে তিন ও পাঁচ বছরের জন্য ভিসা পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, এই নীতি আরো অন্যান্য দেশেও সম্প্রসারিত হতে পারে, বিশেষ করে যেসব দেশের ভ্রমণকারীরা কম ঝুঁকিপূর্ণ এবং নিয়ম মাফিক আচরণ করেন।

এই সিদ্ধান্ত শুধু ভিসা প্রক্রিয়া সহজীকরণ নয়, বরং আন্তর্জাতিক পর্যটন এবং কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অগ্রগতি। ইউরোপের পর্যটন খাতে এই উদ্যোগ বিশ্বব্যাপী দায়িত্বশীল ভ্রমণকারীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে।

ইউরোপীয় কমিশনের মতে, এই পরিবর্তন ভবিষ্যতে আরো দেশে প্রযোজ্য হবে, বিশেষ করে যেসব দেশের সঙ্গে ইউরোপের বাণিজ্য, শিক্ষা, সাংস্কৃতিক ও নিরাপত্তা সম্পর্ক গভীর। ফলে আগামীতে বাংলাদেশসহ আরো বহু দেশের জন্য এই সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo