Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১৮ জুলাই

মালয়েশিয়ায় চলমান অভিযানে আরো ১৯ বাংলাদেশি গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৬:২৮

মালয়েশিয়ায় চলমান অভিযানে আরো ১৯ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ার কেলানটানে বিভিন্ন অপরাধের জন্য ৫০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

কেলানটান ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টায় শুরু হওয়া এই অভিযানে বিভাগের রাজ্য সদর দপ্তরের বিভিন্ন পদের ৩১ জন আইন প্রয়োগকারী কর্মী অংশ নেন।

তিনি আরো বলেন, "অভিযানের সময় মোট ৮০ জন বিদেশিকে তল্লাশি করা হয়। এর মধ্যে ৫০ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছে।"

জানা যায়, অভিবাসীদের মধ্যে ২২ জন ইন্দোনেশিয়ান পুরুষ, ১৯ জন বাংলাদেশি পুরুষ, সাতজন মিয়ানমারের পুরুষ, একজন কম্বোডিয়ান পুরুষ এবং একজন ইন্দোনেশিয়ান মহিলা রয়েছেন।

গ্রেফতারকৃত সবাইকে আরো তদন্তের জন্য তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তারা অবৈধভাবে প্রবেশ এবং অতিরিক্ত সময় ধরে অবস্থান করার মতো অপরাধ করার সন্দেহে রয়েছেন বলে তিনি জানান।

মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, অনথিভুক্ত অভিবাসীদের আশ্রয়, সহায়তা বা সুরক্ষার জন্য ষড়যন্ত্রকারী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আপস ছাড়াই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

সূত্র: দ্য নিউ স্ট্রেইট টাইমস

Logo