Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১৭ জুলাই

মালয়েশিয়ায় অভিযান চলছেই, আরো ৬ বাংলাদেশি গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৬:৩৭

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের নিয়োগ ও নজরদারি বিষয়ে এক দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম দ্য নিউ স্ট্রেইট টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে এমন কর্মী আনা উচিত, যাদের রয়েছে ক্লিন ইমেজ, অর্থাৎ ভালো রেকর্ডধারী কর্মী। এ বিষয়ে বাংলাদেশে মালয়েশিয়ান দূতাবাসেরও অতিরিক্ত নজরদারি কাজ করতে পারে। রিপোর্টে ২০১৫ ও ২০১৭ সালের জঙ্গিবাদী গ্রুপের সাথে যোগসাজশের ঘটনায় বাংলাদেশিদের উদাহরণ টেনে বলা হয়, নিয়মিত বিরতিতে এসব ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগ তৈরি হচ্ছে দেশটিতে। পরামর্শ দেওয়া হয়েছে, যেন আরো বেশি নজরদারিতে রাখা হয় বাংলাদেশি কর্মীদের। 

মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে থাকা বিপুল সংখ্যক বাংলাদেশিদের অবদানের কথা বলা হয়েছে। তবে বিপুল সংখ্যক অনথিভুক্ত বিদেশি কর্মী থাকা আর কারো কারো জঙ্গিবাদী গ্রুপের সাথে যুক্ত থাকার ঘটনার জন্য মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর দুর্নীতিকে দায়ী করা হয়েছে। বিপরীতে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের ইমিগ্রেশন কাজে যুক্ত করে দুর্নীতিবাজ কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার পরামর্শ দেওয়া হয়েছে নিউ স্ট্রেইট টাইমসের রিপোর্টে।  

এদিকে, জোহর বারোতে এক অভিযোগে আজও গ্রেফতার হয়েছেন ৬ জন বাংলাদেশি। ১৭ জুলাই নিউ স্ট্রেইট টাইমসের খবরে আরো বলা হয়েছে, এই অভিযানে ধরা হয়েছে ১৪ জন ইন্দোনেশিয়ার, ৮ জন মিয়ানমারের নাগরিকসহ ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও আফগানিস্তানের নাগরিককে। যাদের বিরুদ্ধে কোনো বৈধ কাগজপত্র ছাড়া দেশটিতে ঢোকা ও থাকা, বৈধ পারমিটের বাইরে বেশি দিন অবস্থানসহ নানা অভিযোগ আনা হয়েছে। 

Logo