মালয়েশিয়ার খবর ৮ জুলাই
ইন্দোনেশিয়া বদলাচ্ছে রাজধানী, মালয়েশিয়া খুলবে নতুন সীমান্ত চেকপয়েন্ট

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৮:২২

১. মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যৌথভাবে কালিমানতানে ১০টির বেশি নতুন সীমান্ত চেকপয়েন্ট খুলবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন সানুশান ইসমাইল। দেশটির সংবাদ মাধ্যম দ্য স্টারের খবরে বলা হয়েছে, ইন্দোনেশিয়া তার রাজধানী পূর্ব কালিমানতানে স্থানান্তরের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া কালিমানতান-সাবাহ-সারাওয়াক সীমান্তে ১০টিরও বেশি নতুন প্রবেশ পয়েন্ট খোলার বিষয়ে সম্মত হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এসব সীমান্ত প্রবেশ পয়েন্ট উন্নয়নের জন্য ১ বিলিয়ন রিংগিত বরাদ্দ দিয়েছেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানিয়েছেন, সীমান্ত অঞ্চলটি ৩০০ কিমির বেশি বিস্তৃত এবং নতুন প্রবেশ পয়েন্ট খোলার ফলে মানুষের চলাচল ও অর্থনৈতিক প্রবাহ বাড়বে।
২. মালয়েশিয়ার ওপর আমেরিকার ২৫% বাণিজ্য আরোপকে অপ্রত্যাশিত বলেছেন দেশটির বাণিজ্যমন্ত্রী তেংকু জাফরুল। মালয়েশিয়ার দ্য স্টারের খবরে বলা হয়েছে, আমেরিকার আরোপিত শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হবে। তবে এখনো আলোচনার সময় আছে, তা বন্ধ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী তেংকু দাতুক সেরি জাফরুল আবদুল আজিজ। তেংকু জাফরুল আশ্বাস দেন, মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ-আলোচনা চালু রাখবে, যাতে দেশটি সাথে আলোচনায় লাভবান হতে পারে। মালয়েশিয়ার ওপর ২৫% বাণিজ্য শুল্ক আরো করলেও এশিয়ার অন্য দেশ যেমন বাংলাদেশকে ৩৫%, কম্বোডিয়া ৩৬, থাইল্যান্ডকেও ৩৬ শতাংশ পাল্টাপাল্টি শুল্কারোপ করেছে আমেরিকা। লাওস ও মিয়ানমারের ওপর ৪০ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা।
তথ্যসূত্র: দ্য স্টার, মালয়েশিয়া