মালয়েশিয়ার নদীতে গাড়িডুবি, এক পরিবারের ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১০:১৮

১. মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয়জন মারা গেছেন। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম ট্য স্টার ও দ্য স্ট্রেইট টাইমস্ তাদের রিপোর্টে বলছে, গাড়িটিতে একই পরিবারের ছয়জন ছিলেন। কেদাহ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ধারণা করছেন, সুংগাই কুরুক নদীতে গাড়িটি কোনো কারণে রাস্তা থেকে ছিটকে পড়ে যায়। গাড়িটিতে স্বামী-স্ত্রীসহ চার সন্তানও ছিল, যাদের ছোট জনের বয়স ছয় মাস বলে জানিয়েছে কুবাং পাসু জেলার পুলিশ কর্মকর্তারা। পুলিশের সন্দেহ ডুবে যাওয়া গাড়ি থেকে তারা চেষ্টা করেও বের হতে পারেনি। গাড়ির ভেতর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে জেলা পুলিশ। এমন মৃত্যুর খবরে শোকের পরিবেশ সৃষ্টি মালয়েশিয়ায়। সূত্র: দ্য স্টার ও দ্য স্ট্রেইট টাইমস্
২. পেনাংয়ের অবসরপ্রাপ্ত এক ব্যাংক ম্যানেজার ফোন প্রতারণায় হারালেন ৬ লাখ ৮০ হাজার রিংগিত। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্ট্রেইট টাইম তাদের রিপোর্টে বলছে, প্রতারকরা নিজেদের আইন প্রয়োগকারী সংস্থা ও সাইবার সিকিউরিটি কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সেই বৃদ্ধ ব্যাংক কর্মকর্তার কাছ থেকে ৬ লাখ ৮০ হাজার রিংগিত সমমানের ১ কোটি ৭০ লাখ টাকা তুলে নেয়। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং প্রতারকদের বিরুদ্ধে মামলা করেছে। সূত্র: দ্য স্ট্রেইট টাইমস্