Logo
×

Follow Us

এশিয়া

বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় সচেষ্ট মালয়েশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৯:৪২

বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় সচেষ্ট মালয়েশিয়া

মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়, গত ২৬ জুন কেসুমার ডেপুটি সেক্রেটারি জেনারেল (নীতি ও আন্তর্জাতিক) ড. মোহাম্মদ শাহারিন বিন উমর এবং মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে কেসুমার ডেপুটি সেক্রেটারি জেনারেল বিদেশি কর্মীদের কল্যাণে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

টিকেএসইউ পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়, যা শ্রমিক নিয়োগ, কর্মসংস্থান ও প্রত্যাবাসন সম্পর্কিত দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বৈঠকে মাদানি মালয়েশিয়ার কাঠামোর মধ্যে সুস্থতা এবং দয়ার মূল প্রতিফলন ঘটে, যেখানে শ্রমিকদের অধিকার, কল্যাণ সুরক্ষা ও ন্যায্য কর্ম সম্পর্কের ওপর জোর দেওয়া হয়।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর

Logo