Logo
×

Follow Us

এশিয়া

সৌদি, ইন্দোনেশিয়ায় ৬ জুন ঈদুল আজহা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ২০:৪৯

সৌদি, ইন্দোনেশিয়ায় ৬ জুন ঈদুল আজহা

সৌদিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৬ জুন শনিবার দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। আর ঈদের আগের দিন পবিত্র হজ পালিত হবে। 

সেই হিসেবে বাংলাদেশে ৭ জুন শনিবার ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ব্রুনাই সরকারিভাবে ঘোষণা করেছে, ২০২৫ সালের ২৮ মে বুধবার হবে জিলকদ মাসের শেষ দিন। কারণ ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে অনুযায়ী, ২৯ মে বৃহস্পতিবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন শনিবার। 

অন্যদিকে, মালয়েশিয়াও ঘোষণা করেছে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন শনিবার। কারণ ব্রুনাইয়ের মতো দেশটিতেও ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২৯ মে বৃহস্পতিবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন শনিবার। 

আর ইন্দোনেশিয়া সরকারিভাবে ঘোষণা করেছে, ২৮ মে বুধবার হবে জিলহজ মাসের প্রথম দিন এবং ঈদুল আজহা উদযাপিত হবে ২০২৫ সালের ৬ জুন শুক্রবার। এদিকে, ওমান জানিয়েছে দেশটিতে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ৬ জুন শুক্রবার। 

তথ্যসূত্র: গালফ নিউজ 

Logo