Logo
×

Follow Us

এশিয়া

অবৈধ অভিবাসী শনাক্তে মালদ্বীপজুড়ে চলছে অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫, ১৭:০৯

অবৈধ অভিবাসী শনাক্তে মালদ্বীপজুড়ে চলছে অভিযান

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালদ্বীপ সরকার অভিযান জোরালো করেছে। দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত ১ হাজার ৫০৭টিরও বেশি অভিবাসন মামলা নথিভুক্ত হয়েছে।

এর মধ্যে ৯৭৬টি মামলা ইমিগ্রেশন বিভাগ দিয়েছে। তবে এখনো ২৪৪টি মামলা যাচাই করা হয়নি এবং ১১৬টি মামলা তদন্তাধীন বলে জানা গেছে।

এছাড়া ইমিগ্রেশন সংস্থার বাইরে থেকে ১৭১টি মামলা করা হয়েছে।

শুধু অবৈধ অভিবাসীদের ধর-পাকড় নয় বরং শহর, আবাসিক এলাকা, শিল্প গ্রাম ও কৃষি গ্রামে অবস্থানরত বিদেশিদের তথ্য সংগ্রহ করতে মাঠ পর্যায়ে অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন বিভাগ। জননিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য প্রস্তুতকারী সাইটগুলোতে নিরাপত্তা যাচাইয়ের জন্য আলাদা অপারেশনও চালু করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে, মালদ্বীপে সব বিদেশি নাগরিকের তথ্য একটি কেন্দ্রীয় ডাটাবেসে সংরক্ষণ করা।

আগামী তিন বছরের মধ্যে অভিবাসন সমস্যার পূর্ণ সমাধান হয়ে যাবে বলে স্থানীয় গণমাধ্যমকে জানানো হয়েছে।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো

Logo