
ঢাকা-নারিতা রুটে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর নতুন করে ফ্লাইট চালু করেছিল বিমান। তবে দেড় বছরের মাথায় আবারো রুটটি বন্ধ হয়ে যাচ্ছে। ফলে সরাসরি বিমানে করে ঢাকা থেকে জাপানে যাওয়ার আর কোনো সুযোগ থাকছে না।
ফ্লাইটটি চালুর সময় বিমানের কর্মকর্তারা ঢাকা-নারিতা রুট বিমানের জন্য একটি প্রতিশ্রুতিশীল রুট হতে পারে বলে উল্লেখ করেছিলেন। শুরুতে নেপাল ও কলকাতার যাত্রীদের আকৃষ্ট করতে বিমান নারিতা রুটে বেশি ওজনের ব্যাগেজসহ বিভিন্ন প্যাকেজও অফার করে। ফ্লাইটটি সপ্তাহে তিন দিন পরিচালনা করা হতো।
বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, চালুর পর রুটটিতে প্রত্যাশিত যাত্রী পাওয়া যায়নি। এ কারণে ফ্লাইটটি পরিচালনা করতে গিয়ে বিমানের লোকসান হচ্ছিল। ফ্লাইট বন্ধের জন্য এ বিষয়টিকেই প্রধান কারণ হিসেবে অভিহিত করছেন তারা।
এর আগে ১৯৮১ সালে প্রথমবারের মতো ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু করেছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরে ২০০৬ সালে রুটটি বন্ধ করে দেয়া হয়। তারও আগে ১৯৭৯ সালে বিমান ঢাকা-টোকিও রুটে ফ্লাইট শুরু করলেও তা বেশি দিন চালু রাখা সম্ভব হয়নি।
তথ্যসূত্র: দৈনিক বণিক বার্তা