Logo
×

Follow Us

এশিয়া

জাপানে কেয়ার গিভার পাঠাচ্ছে বোয়েসেল; ২৫ মের মধ্যে আবেদন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ২০:৪১

জাপানে কেয়ার গিভার পাঠাচ্ছে বোয়েসেল; ২৫ মের মধ্যে আবেদন

জাপানে দক্ষ কেয়ার গিভার প্রেরণের কার্যক্রম শুরু করেছে বোয়েসেল। সংস্থাটির এক প্রজ্ঞাপনে দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের প্রাথমিকভাবে নিবন্ধনের আবেদন করতে অনুরোধ করা হয়েছে।

নিবন্ধনে আগ্রহী প্রার্থীদের যে ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে: 

- প্রার্থীদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোফিসিয়েন্সি টেস্ট এন ফোর বা বেসিক সনদ থাকতে হবে

- প্রার্থীকে নার্সিং কেয়ার স্কিল টেস্ট বিষয়ে প্রশিক্ষণ এবং জাপানিজ স্কিল টেস্টে উত্তীর্ণ হতে হবে

- প্রার্থীকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে

- আবেদন থেকে বাছাই করে যোগ্য প্রার্থীদের চুড়ান্ত ইন্টারভিউ নেয়া হবে

- চুড়ান্তভাবে নির্বাচিতদের লেবার কন্ট্রাক্ট, বেতন, ওভার টাইম, থাকা-খাওয়া, বাৎসরিক ছুটি, মেডিকেল, ইন্স্যুরেন্স এবং বোয়েসেলের সার্ভিস চার্জসহ যাবতীয় সব বিষয়ে তথ্য প্রদান করা হবে

- পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবে

- অনলাইন নিবন্ধনে Upload Personal CV অপশনে গিয়ে প্রার্থীর সিভি, JLPT/JFT সনদ এবং নার্সির কেয়ার স্কিল টেস্ট (কেয়ার গিভার) সনদসহ সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট পরিষ্কারভাবে স্ক্যান করে একটি পিডিএফ ফাইলে (সর্বোচ্চ সাইজ ১ এমবি) আপলোড করতে হবে

- প্রার্থীকে হালনাগাদ পাসপোর্টসহ ইন্টারভিউতে অংশ নিতে হবে

আগ্রহী প্রার্থীকে সকল তথ্যসহ আগামী ২৫ মে, ২০২৫ এর মধ্যে আবেদন করতে হবে। চূড়ান্ত ইন্টারভিউর তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে।

অনলাইন নিবন্ধন লিংক: https://brms.boesl.gov.bd/  

তথ্যসূত্র: বোয়েসেল 

Logo