Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় দুশ্চিন্তায় কলিং ভিসায় যাওয়া প্রবাসীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ২২:৩৮

মালয়েশিয়ায় দুশ্চিন্তায় কলিং ভিসায় যাওয়া প্রবাসীরা

শ্রমবাজার নিয়ে মালয়েশিয়ার সঙ্গে এ মাসেই বৈঠকে বসছে বাংলাদেশ। জানা গেছে, শ্রমবাজার নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের মালয়েশিয়া সফরের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। মালয়েশিয়া সরকার সেই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। আগামী ১৫ মে মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার দুটি বৈঠকসূচি ঠিক করা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে ১৫ মে সকাল সাড়ে ১০টায় মানবসম্পদ মন্ত্রণালয়ে মানবসম্পদমন্ত্রীর সঙ্গে এবং দুপুর আড়াইটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার বৈঠক হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া আবারো শুরু করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার সফর ও বৈঠক আয়োজন করা হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর প্রক্রিয়া আবারো শুরু হতে পারে।

দুই দেশের এই বৈঠক ঘিরে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বসিত।

তবে দেশটিতে কলিং ভিসায় গিয়ে অবৈধ হয়ে পড়া প্রবাসীরা আতঙ্কের মধ্যে আছেন। কারণ তারা নতুনভাবে বৈধ হতে পারছেন না। তাই দুই দেশের এই বৈঠকে অবৈধ প্রবাসী বাংলাদেশিরা যাতে বৈধ হতে পারেন, সেই বিষয়ে আলোচনার অনুরোধ জানিয়েছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশটিতে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি এখন অবৈধ অবস্থায় আছেন। তারা দেশটির প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে নির্মাণ শ্রমিকের কাজ করছেন। অবৈধ হওয়ার কারণে তারা অল্প বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন। তাই অবৈধ প্রবাসীদের প্রত্যাশা, নতুনভাবে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরুর পাশাপাশি যারা অবৈধভাবে দেশটিতে আছেন, তারা যেন বৈধতার সুযোগ পান। নয়তো এই হাজার হাজার প্রবাসীকে জেল খেটে কিংবা খালি হাতে দেশটি থেকে ফিরতে হবে।

তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ

Logo