Logo
×

Follow Us

এশিয়া

পাকিস্তানে হামলা চালালো ভারত, দুবাইয়ে ফ্লাইট শিডিউল ওলোটপালট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১১:৩১

পাকিস্তানে হামলা চালালো ভারত, দুবাইয়ে ফ্লাইট শিডিউল ওলোটপালট

পাকিস্তানের ৯ স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের বাহায়ালপুরের এক মসজিদে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ২৬ জন নিহত হয়েছে বলে দাবি পাকিস্তানের। তবে ভারতের দাবি সেই সংখ্যা ৭০। 

এর আগে মঙ্গলবার মধ্যরাতের হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের ৮ জন নিহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ভেতরে। অন‍্যদিকে, ভারতের পাঁচটি জেট ও একটি ড্রোন ধ্বংস করে দেয়ার দাবি করেছে পাকিস্তান। পেহেলগামে ২৬ জন পর্যটক ও সাধারণ মানুষকে হত্যার ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এমন বাস্তবতায় মঙ্গলবার মধ্যরাতে ভারত হামলা চালালো পাকিস্তানে। দুই দেশের মধ্যকার হামলা-পাল্টা হামলার ঘটনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ পাকিস্তান বলছে, এসব হামলার তারা প্রতিশোধ নেবে। যুদ্ধ পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে যেন না যায়, সে জ্ন্য দুই দেশকে শান্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে জাতিসংঘ, চীন, আমেরিকার পক্ষ থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি মনে করছেন খুব দ্রুতই এ যুদ্ধ থেমে যাবে। 

দুবাইয়ে বহু ফ্লাইট বাতিল

বুধবার সকালে ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে দুবাইয়ে ১শ ফ্লাইট বাতিল হয়েছে। বহু ফ্লাইট দেরিতে ছাড়তে হয়েছে। দুই দেশই একে অপরের আকাশ সীমানায় বিমান উড়ায় নিষেধাজ্ঞা দিয়েছে আগেই। এর মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার কারণে সতর্ক থাকতে হচ্ছে বিভিন্ন এয়ারলাইন্সগুলো। দুবাইয়ে আমিরাত এয়ারওয়েজ, ফ্লাই দুবাইয়ের ফ্লাইটগুলো যা পাকিস্তানের মুলতান, লাহোর, শিয়ালকোট, করাচি, ফয়সালাবাদ, ইসলামাবাদ রুটে চলাচল করে তাদের অনেক ফ্লাইট বাতিল হয়েছে। আবুধাবিতেও ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। কাতার এয়ারওয়েজও পাকিস্তানমুখী সব ফ্লাইট সাময়িক বাতিল করেছে। 

সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস

Logo