'বাংলাদেশি' সন্দেহে গুজরাটে আটকদের বেশির ভাগই ভারতীয় মুসলমান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৮:২০

গুজরাটের পুলিশ বলছে, ২৬ এপ্রিল ভোর রাত থেকে সোমবার রাত পর্যন্ত সাড়ে ছয় হাজার মানুষকে তারা আটক করেছে, যারা বাংলাদেশি নাগরিক বলে পুলিশের সন্দেহ। তবে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তারা চিহ্নিত করতে পেরেছেন বলে ২৮ এপ্রিল জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায়।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, "নথির ভিত্তিতে এখন পর্যন্ত এটা নিশ্চিত করা গেছে যে, ৪৫০ জন বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে এখানে ছিলেন। আটক হওয়া বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে। আমাদের মনে হচ্ছে, একটা বড় সংখ্যায় বেআইনি বাংলাদেশিদের পরিচয় আমরা নিশ্চিত করতে পারব।"
২৬ এপ্রিল ভোর রাত থেকে প্রথমে আহমেদাবাদ ও সুরাতে এবং তারপরের দুদিনে পুরো গুজরাটেই 'বেআইনি বাংলাদেশি' আটক করার জন্য অপারেশন চালাচ্ছে গুজরাট পুলিশ।
"রাত ৩টার দিকে পুলিশ আসে আমাদের বাসায়। আমার স্বামী, বাচ্চাসহ সবার আধার কার্ড দেখতে চায়। তারপর তারা আমার স্বামী আর দুই ভাগ্নেকে নিয়ে যায়। ওরা বলেছিল, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে আমার স্বামী। কিন্তু প্রায় তিন দিন হতে চলল, তিনি ফেরেননি", সুরাত থেকে বাংলাদেশি সন্দেহে আটক হওয়া সুলতান মল্লিকের স্ত্রী সাহিনা বিবি।
যেদিন প্রথম অপারেশন শুরু হয়, সেদিনই আটক হন মল্লিক ও তার দুই কিশোর ভাগ্নে।
বাংলাদেশি সন্দেহেই তাদের আটক করা হয়। তবে মল্লিকের পাসপোর্ট ও ১৯৯৩ সালের একটি জমির দলিল হাতে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর অঞ্চলের বাসিন্দা।
তথ্যসূত্র: বিবিসি বাংলা