Logo
×

Follow Us

এশিয়া

চীনের কুনমিং: স্বপ্নের শহরে স্বল্প খরচে ভ্রমণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৮:১১

চীনের কুনমিং: স্বপ্নের শহরে স্বল্প খরচে ভ্রমণ

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত কুনমিং শহর 'চির বসন্তের নগরী’ নামে পরিচিত। বছরজুড়ে মনোরম আবহাওয়া, পাহাড়, লেক, ঐতিহাসিক স্থাপনা আর চীনা-তিব্বতি সংস্কৃতির মিশ্রণে শহরটি হয়ে উঠেছে এক আকর্ষণীয় পর্যটন গন্তব্য। বিশেষ করে বাংলাদেশের পর্যটকদের কাছে এখন কুনমিং এক নতুন জনপ্রিয় গন্তব্যে পরিণত হচ্ছে। 

কীভাবে যাবেন কুনমিং? 

ঢাকা থেকে সরাসরি কুনমিং যাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হলো বিমান। 

ঢাকা-কুনমিং ফ্লাইট: চায়না ইস্টার্ন, ড্রাগন এয়ার ও বাংলাদেশ বিমানের কিছু ফ্লাইট কুনমিং Changshui International Airport-এ অবতরণ করে।

আনুমানিক ভাড়া: রিটার্ন টিকিট ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা (সিজন ও অগ্রিম বুকিং অনুসারে)। 

ভিসা প্রসেস: চায়না ট্যুরিস্ট ভিসা (L ভিসা) নিতে হয়, যার ফি প্রায় ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকা, সঙ্গে ইনভিটেশন লেটার বা হোটেল বুকিং প্রয়োজন।

আবাসন: বাজেট থেকে বিলাসবহুল সবই আছে

কুনমিংয়ে বিভিন্ন রকম আবাসনের ব্যবস্থা রয়েছে-

বাজেট হোস্টেল/গেস্টহাউস: প্রতি রাতে ৮০ থেকে ১৫০ ইউয়ান (প্রায় ১২০০-২২০০ টাকা)

থ্রি স্টার হোটেল: ২০০-৪০০ ইউয়ান (প্রায় ৩০০০-৬০০০ টাকা)

ফোর/ফাইভ স্টার হোটেল: ৬০০ ইউয়ান বা তার বেশি

Airbnb অপশন: কেন্দ্রীয় শহরের ভেতরে অনেক আধুনিক অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ আছে ৩০-৫০ ডলারের মধ্যে।

যাতায়াত ব্যবস্থা

মেট্রো ও বাস: শহরজুড়ে মেট্রো রয়েছে। একটি ট্রিপের ভাড়া মাত্র ২-৬ ইউয়ান (৩০-৯০ টাকা)।

ট্যাক্সি ও রাইড শেয়ার (Didi): ছোট রাইডে ১০-৩০ ইউয়ান (১৫০-৪৫০ টাকা)

সাইকেল ও স্কুটার রেন্টাল: ভ্রমণকারীদের জন্য গুগল ম্যাপের বিকল্প Baidu Map অ্যাপ ও WeChat-based পেমেন্ট খুবই সহায়ক।

দর্শনীয় স্থান

স্টোন ফরেস্ট (Shilin): ইউনেস্কো ঘোষিত হেরিটেজ এলাকা, কুনমিং থেকে ৯০ কিলোমিটার দূরে।

ডিয়ানচি লেক: কুনমিংয়ের বৃহত্তম হ্রদ, জলপাখি আর সূর্যাস্ত দেখতে দুর্দান্ত।

ওয়েস্ট হিলস (Xishan): পাহাড়ি ট্রেইল ও বুদ্ধমূর্তির জন্য বিখ্যাত।

ইউয়ানতং বৌদ্ধ মন্দির: কুনমিংয়ের প্রাচীনতম ও আকর্ষণীয় মন্দির।

গ্রিন লেক পার্ক: স্থানীয় সংস্কৃতির অভিজ্ঞতা নেওয়ার জন্য উপযুক্ত জায়গা।

খাবার ও খরচ

সাধারণ খাবার: লোকাল নুডলস বা ডাম্পলিং ১০-২০ ইউয়ান (১৫০-৩০০ টাকা)।

হালাল খাবার: শহরে বেশ কিছু মুসলিম রেস্টুরেন্ট আছে, যেমন: Lanzhou Lamian House।

আন্তর্জাতিক খাবার: KFC, McDonald's, Pizza Hut ছাড়াও বিভিন্ন কফি শপ ও ক্যাফে রয়েছে।

প্রায় হিসাব অনুযায়ী ৩-৫ দিনের কুনমিং ভ্রমণের খরচ (প্রতি ব্যক্তি)

খরচের খাত আনুমানিক পরিমাণ (টাকা)

বিমান ভাড়া (রিটার্ন) ৩০,০০০-৪০,০০০

হোটেল (৪ রাত)  ৬,০০০-১২,০০০

খাবার ৩,০০০-৫,০০০

ঘোরাঘুরি/এন্ট্রি ফি ২,০০০-৪,০০০

অন্যান্য ২,০০০

মোট খরচ (প্রায়) ৪৩,০০০-৬৩,০০০

ভ্রমণ টিপস:

- WeChat ও Alipay একাউন্ট খুলে নিন আগেই, কারণ চীনে ক্যাশ ব্যবহার কম।

- Google অ্যাপস কাজ না করতে পারে, তাই Baidu Map ও WeChat Translate কাজে লাগবে।

- শীতকালে কুনমিং তুলনামূলক উষ্ণ, তাই নভেম্বর–মার্চ ভালো সময় ভ্রমণের জন্য।

প্রকৃতি, সংস্কৃতি ও আধুনিক নগরজীবনের মিশেলে কুনমিং এক অনন্য অভিজ্ঞতা। বাংলাদেশের পর্যটকদের জন্য এটি হয়ে উঠতে পারে তুলনামূলক সাশ্রয়ী কিন্তু চমৎকার একটি বিদেশ ভ্রমণ গন্তব্য।

মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট 

Logo