Logo
×

Follow Us

এশিয়া

মালদ্বীপে প্রবাসীদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করার আহ্বান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১০:০১

মালদ্বীপে প্রবাসীদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করার আহ্বান

মালদ্বীপে বসবাসরত অভিবাসীদের সুরক্ষানীতি বাস্তবায়নের লক্ষ্যে হোমল্যান্ড সিকিউরিটি মিনিস্ট্রির নির্দেশনা অনুযায়ী বছরখানেক ধরে চলছে বিদেশিদের তথ্য সংগ্রহের কাজ। তারই ধারাবাহিকতায় মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান শেষ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।

মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বিদেশি কর্মী এখনো বায়োমেট্রিক তথ্য প্রদান করেনি, তাদের চলতি মাসের ৩০ তারিখের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করতে হবে। একই সঙ্গে দেশটিতে অবস্থিত সব বিদেশির বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক করা হয়েছে।

তাই নির্ধারিত সময়সীমার মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদানে ব্যর্থ হলে কর্মীদের বহিষ্কার করা হবে।

বায়োমেট্রিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে রাজধানী মালে এবং বিভিন্ন আইল্যান্ড কাউন্সিলর অফিসসহ বিভিন্ন রিসোর্টে সরকারের একাধিক টিম কাজ করে যাচ্ছে। বৈধ ও আন ডকুমেন্টেড সব প্রবাসী কর্মীর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদানের সুযোগ রয়েছে।

এদিকে, এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাইকমিশন থেকে (মালদ্বীপ) জানানো হয়েছে, মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, হোমল্যান্ড সিকিউরিটি মিনিস্ট্রির নির্দেশনা মোতাবেক যারা এখনো ফিঙ্গারপ্রিন্ট প্রদান করেনি, তাদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে মালে অথবা নিজ নিজ আইল্যান্ডের কাউন্সিল অফিসে ফিঙ্গারপ্রিন্ট প্রদান সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ

Logo