Logo
×

Follow Us

এশিয়া

থাইল্যান্ড প্রবেশে বিদেশিদের জন্য বাধ্যতামূলক নতুন নিয়ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১০:৫১

থাইল্যান্ড প্রবেশে বিদেশিদের জন্য বাধ্যতামূলক নতুন নিয়ম

থাইল্যান্ডে ভ্রমণ বা অন্য যে কোনো উদ্দেশে প্রবেশ করতে হলে আগামী ১ মে থেকে বিদেশি নাগরিকদের জন্য নতুন একটি ডিজিটাল ফরম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। 'থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড' বা টিডিএসি ছাড়া আর কেউ দেশটিতে প্রবেশ করতে পারবে না- এমনটাই জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

পরিবার বা দলবদ্ধ ভ্রমণ হলেও প্রতিটি যাত্রীর জন্য আলাদাভাবে টিডিএসি ফরম পূরণের নির্দেশ দেয়া হয়েছে। পর্যটন, ব্যবসা বা ট্রানজিট, যে কারণেই থাইল্যান্ডে প্রবেশ হোক না কেন, এই ফরম জমা না দিলে ঢোকা যাবে না। 

টিডিএসি ফরমটি তিনটি অংশে বিভক্ত। প্রথম অংশে নাম, জাতীয়তা, পাসপোর্ট নম্বরসহ ব্যক্তিগত তথ্য দিতে হবে। দ্বিতীয় অংশে থাকবে যাত্রা সম্পর্কিত তথ্য। যেমন ফ্লাইট নম্বর ও থাইল্যান্ডে থাকার অস্থায়ী ঠিকানা। তৃতীয় অংশে যাত্রীর স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য দিতে হবে। যেমন কোনো অসুস্থতা আছে কিনা বা চিকিৎসাধীন অবস্থায় আছেন কিনা।

এ ফরম যাত্রার অন্তত ৭২ ঘণ্টা বা ৩ দিন আগে অনলাইনে পূরণ করতে হবে। ফরম জমা দেয়ার পর সব তথ্য সঠিকভাবে পূরণ হয়েছে কিনা, তা যাচাই করা হবে। নিরাপত্তার স্বার্থে পূরণ করা টিডিএসি ফরমের একটি প্রিন্ট কপি সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে থাই কর্তৃপক্ষ।

যারা দীর্ঘ সময় অবস্থান করবেন তাদের জন্যও রয়েছে বিশেষ নির্দেশনা। থাইল্যান্ডে কেউ যদি ৯০ দিনের বেশি সময় অবস্থান করেন, তাহলে প্রতি ৯০ দিন অন্তর নিকটবর্তী ইমিগ্রেশন অফিসে গিয়ে নিজের অবস্থান সম্পর্কে লিখিতভাবে জানাতে হবে।

থাই কর্তৃপক্ষ বলছে, নতুন এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে প্রবেশ প্রক্রিয়া আরো সহজ, দ্রুত এবং নিরাপদ হবে।

তথ্যসূত্র: সময় নিউজ

Logo