Logo
×

Follow Us

এশিয়া

ভারতীয়দের জন‍্য সব ভিসা বাতিল ও আকাশপথ বন্ধ করল পাকিস্তান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৮:৪২

ভারতীয়দের জন‍্য সব ভিসা বাতিল ও আকাশপথ বন্ধ করল পাকিস্তান

ভারতীয় পর্যটকদের উপর হামলার ঘটনায় ইসলামাবাদের বিরুদ্ধে 'সীমান্ত পেরিয়ে সন্ত্রাসে সমর্থন' দেওয়ার অভিযোগ আনার পর প্রতিবেশী ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার।

“ভারতের প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের পাকিস্তানে অবাঞ্ছিত (persona non grata) ঘোষণা করা হয়েছে। তাদের অবিলম্বে পাকিস্তান ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, ভারতীয় নাগরিকদের ইস্যু করা ভিসা বাতিল করা হবে, তবে শিখ তীর্থযাত্রীদের জন্য ছাড় থাকবে।

বিবৃতিতে আরো জানানো হয়, সীমান্ত বন্ধ করা হবে, বাণিজ্য বাতিল করা হবে এবং ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত এয়ারলাইন্সগুলোর জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ করে দেওয়া হবে।

ভারতের পদক্ষেপের জবাবে দিতে রাজধানী ইসলামাবাদে শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) এক বিরল বৈঠক ডাকেন। এতে সেনাপ্রধান আসিম মুনিরও উপস্থিত ছিলেন।

পাকিস্তানের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির জবাবে সব ক্ষেত্রে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়া হবে- বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে। 

এমসি নিউজ ডেস্ক

Logo