
চাকরির উদ্দেশে জাপান যাওয়ার জন্য জানতে হবে জাপানি ভাষা। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারও ৪ মাসের জাপানি ভাষা শিক্ষার কোর্স করাচ্ছে বিএমইটির মাধ্যমে। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের পরবর্তী কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বিএমইটির নিয়ন্ত্রণাধীন ৭টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) জাপানিজ ভাষা দক্ষতার Level-N4/JFT Basic Test & Specified Skill Worker (SSW) Skill Test সংক্রান্ত শিক্ষা কার্যক্রমে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে।
আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পরিচালিত এই কোর্সের আসন সংখ্যা ৩০টি। প্রার্থীর বয়স ১৭-৩৫ বছর হতে হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
আগামী ২৮ আগষ্ট পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। আগ্রহী প্রার্থী www.bmet.gov.bd থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবে অথবা সংশ্লিষ্ট টিটিসি থেকে বিনামূল্যে সংগ্রহ করতে পারবে।
আগামী ২৯ আগস্ট ২০২৫ প্রার্থী বাছাই পরীক্ষা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে জাপানিজ ভাষা দক্ষতায় JLPT Level-N5 পাশ করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পরীক্ষার দিন বিকেলেই ফল প্রকাশ করা হবে। ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ভর্তি ফি ১ হাজার টাকা বিএমইটি কর্তৃক কোর্স সমাপনী এসেসমেন্ট ফি হিসেবে গ্রহণ করা হবে।
জাপান ১৪টি ক্যাটাগরিতে Specified Skilled Worker (SSW) হিসেবে বাংলাদেশসহ বিশ্বের ৯টি দেশ থেকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করে। এই ক্যাটাগরিতে জাপান যেতে হলে দক্ষতার Level-N4/JFT Basic Test & Specified Skill Worker (SSW) Skill Test পাশ থাকতে হবে।
কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এই লিংকে অনুসন্ধান করা যেতে পারে।
তথ্যসূত্র: বিএমইটি