Logo
×

Follow Us

এশিয়া

ব্রুনাইয়ে দৈনিক ২০ ডলার মজুরিতে চাকরির সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১১:০০

ব্রুনাইয়ে দৈনিক ২০ ডলার মজুরিতে চাকরির সুযোগ

ব্রুনাইয়ের S.M JAYA SDN BHD কোম্পানিতে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। ২১ এপ্রিল, ২০২৫ জারিকৃত প্রজ্ঞাপনে ২৫টি পদে পুরুষ কর্মী নিয়োগের সংবাদ প্রকাশ করা হয়।

জারিকৃত প্রজ্ঞাপনে ৫ জন প্লামবার, ৫ জন রুফার, ৫ জন ব্রিকলেয়ার, ৩ জন বুরুহ বিনান, ৫ জন টাইল ম্যাশন ও ২ জন ম্যাশন নিয়োগ করা হবে বলে জানানো হয়। কর্মীদের দৈনিক মজুরি ধরা হয়েছে ২০ ডলার করে। 

আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ২০ থেকে ৪৫ বছর হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রজ্ঞাপনে আরো যেসব গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হয়েছে:

- ২ বছরের চুক্তি, যা পরবর্তী সময়ে নবায়ন করা যাবে

- দৈনিক ৮ ঘণ্টা ডিউটি

- আবাসন প্রতিষ্ঠান বহন করবে, তবে খাওয়া খরচ কর্মীর

- বিমান ভাড়া নিয়োগদাতা বহন করবে

- মেডিকেল, বীমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে

আগ্রহী প্রার্থীকে আগামী ২৭ এপ্রিল ২০২৫ বিকেল ৪টার মধ্যে www.brrns.boesl.gov.bd লিংকে আবেদন করতে হবে। আবেদনের সময় ০১৭৬৫৪১১৬৫৩ নম্বরে বিকাশের মাধ্যমে ১০০ টাকা পরিশোধ করতে হবে। প্রাথমিকভাবে নি্র্বাচিতদের সাক্ষাৎকারের মাধ্যমে চুড়ান্ত নিয়োগ দেয়া হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য file:///C:/Users/ADMIN/Downloads/2025-04-21-13-36-81e6947502c34f646dff6928ec9b722f.pdf এ পাওয়া যাবে।

তথ্যসূত্র: বোয়েসেল ওয়েবসাইট

Logo