উত্তর আফ্রিকার দেশ মরক্কো ২০২৫ সালে প্রায় ২ কোটি পর্যটককে স্বাগত জানিয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। মরক্কোর পর্যটন মন্ত্রণালয় জানায়, গত বছর দেশটিতে মোট ১ কোটি ৯৮ লাখ পর্যটক ভ্রমণ করেছেন। এটি আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি।
পর্যটন মন্ত্রণালয় এই সংখ্যাকে “ঐতিহাসিক অর্জন” হিসেবে উল্লেখ করেছে। ২০২৫ সালে পর্যটন খাত থেকে আয় হয়েছে ১৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি, যা ২০২৪ সালের তুলনায় ১৯ শতাংশ বৃদ্ধি।
কর্তৃপক্ষ বলছে, আন্তর্জাতিক বিমান সংযোগ জোরদার করা, সেবার মান উন্নয়ন এবং পর্যটন খাতে বৈচিত্র্য আনার ফলে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। মরক্কো বর্তমানে আফ্রিকা কাপ অব নেশন্স (AFCON) ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে, যা পর্যটন খাতকে আরো উজ্জীবিত করেছে।
দেশটি ২০৩০ সালের মধ্যে পর্যটক সংখ্যা ২ কোটি ৬০ লাখে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। পর্যটন খাতকে জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে মরক্কো সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।
logo-1-1740906910.png)