Logo
×

Follow Us

আফ্রিকা

মিসরে বাড়ছে বিদেশি পর্যটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ২৩:৪৭

মিসরে বাড়ছে বিদেশি পর্যটক

মিসরের পর্যটন খাত বর্তমানে শক্তিশালী অবস্থানে আছে। ২০২৩ সালে দেশটিতে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা প্রায় ১৫.৭ মিলিয়ন পৌঁছেছে। পর্যটন মিসরের জিডিপিতে প্রায় ৮.৫% অবদান রাখছে এবং এটি বছরে প্রায় ১৪-১৫ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় করছে। পাশাপাশি খাতটি সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ২.৫ মিলিয়ন মানুষকে কর্মসংস্থান দিচ্ছে।

মিসরের পর্যটন শিল্প দেশকে বৈশ্বিক পর্যটক আকর্ষণ করে তুললেও উচ্চমানের অভিজ্ঞতা এবং অধিক লাভজনক আয় সৃষ্টিতে এখনো সম্ভাবনা রয়েছে। পর্যটন খাতের বর্ধিত প্রভাবের জন্য সরকারের ডিজিটাল রূপান্তর, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সহজীকরণ ও প্রযুক্তিভিত্তিক ব্যবস্থাপনা জরুরি।

বর্তমানে মিসরে পর্যটন লাইসেন্স পেতে ছয় থেকে ১২ মাস সময় লাগে এবং প্রায় ১৬টি অনুমোদন প্রয়োজন। এই প্রক্রিয়ার মাত্র ১০-৩০% ডিজিটাল। তুলনামূলকভাবে, সংযুক্ত আরব আমিরাতে লাইসেন্স প্রক্রিয়া ১-২ মাসে সম্পন্ন হয় এবং ৮৫-৯৫% ডিজিটাল। এই ধীরগতির কারণে মিসরের পর্যটন ব্যবসায়িক প্রতিষ্ঠান বিশেষ করে ছোট ও মাঝারি উদ্যোগগুলো পিছিয়ে আছে।

রিপোর্ট অনুযায়ী, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, নিয়ন্ত্রণ প্রক্রিয়া সহজীকরণ, এমএসএমই খাতের সহায়তা এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে পর্যটন খাতকে আরো শক্তিশালী করা সম্ভব। উদাহরণস্বরূপ, ব্রডব্যান্ড সম্প্রসারণে প্রতি ১০% ইন্টারনেট প্রবেশাধিকার বৃদ্ধিতে জিডিপিতে ১.৩-২% অবদান আসতে পারে।

সম্পূর্ণ সংস্কারের মাধ্যমে মিসরের পর্যটন খাত ২০৩০ সালে জিডিপিতে ১৫% অবদান রাখতে পারে। এর ফলে বছরে বৈদেশিক মুদ্রার আয় ২৫-৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে এবং সরাসরি কর্মসংস্থান ২.৫ মিলিয়ন থেকে ৩.৭ মিলিয়নে, পরোক্ষভাবে ৬ মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।

ছোট ও মাঝারি পর্যটন উদ্যোগের (MSME) অবদান বছরে ৫ বিলিয়ন ইজিপশিয়ান পাউন্ড থেকে ২০ বিলিয়ন বা তারও বেশি হতে পারে। পর্যটন প্রযুক্তিতে উদ্ভাবন এবং ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ চার থেকে পাঁচ গুণ বৃদ্ধি পেতে পারে, যা ১ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছতে পারে।

পর্যটকদের জন্য নির্দেশনা:

- সেরা গন্তব্য: গিজা পিরামিড, স্পিংক্স, লুক্সরের ভ্যালি অব দ্য কিংস, গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম।

- ভ্রমণের সেরা সময়: অক্টোবর থেকে এপ্রিল। গ্রীষ্মকাল এড়িয়ে চলা ভালো।

- সংস্কৃতি ও নিরাপত্তা: ধর্মীয় স্থান পরিদর্শনে যথাযথ পোশাক পরুন এবং স্থানীয় রীতি অনুসরণ করুন।

মিসর পর্যটনের ক্ষেত্রে নতুন প্রযুক্তি ও সংস্কার দেশের অর্থনীতি ও পর্যটন খাতকে আরো শক্তিশালী করবে। আধুনিকায়নের মাধ্যমে দেশটি বৈশ্বিক পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় হয়ে উঠবে।

Logo