Logo
×

Follow Us

আফ্রিকা

আফ্রিকার পর্যটনের প্রসারিত দিগন্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭

আফ্রিকার পর্যটনের প্রসারিত দিগন্ত

আফ্রিকার পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে রুয়ান্ডা ও গাম্বিয়া। আফ্রিকা ভিসা ওপেননেস ইনডেক্স (AVOI)-২০২৫ অনুযায়ী এ দুই দেশকে মহাদেশের সবচেয়ে ভিসা-উন্মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক (AfDB) ও আফ্রিকান ইউনিয়ন কমিশনের (AUC) যৌথ উদ্যোগে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সহজ ভ্রমণ ও সীমান্ত অতিক্রমের সুযোগ তৈরি করাই এ নীতির মূল লক্ষ্য।  

টানা তৃতীয় বছরের মতো রুয়ান্ডা সব আফ্রিকান নাগরিককে ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ দিয়েছে। একইভাবে গাম্বিয়াও উন্মুক্ত সীমান্ত নীতি গ্রহণ করেছে। ফলে আফ্রিকার পর্যটন ও আঞ্চলিক সংযোগে এ দুই দেশ এখন অগ্রণী ভূমিকা পালন করছে।  

২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আফ্রিকার ভেতরে ভিসামুক্ত ভ্রমণ চুক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৮১৪, যা সম্ভাব্য ভ্রমণ পরিস্থিতির ২৮.২ শতাংশ। এর ফলে মহাদেশের পর্যটন বাজার আরো সমন্বিত হচ্ছে। আগে কঠোর ভিসা নীতির কারণে অনেক দেশ ভ্রমণ কঠিন ছিল, এখন তা সহজ হচ্ছে।  

রুয়ান্ডা তার প্রাকৃতিক সৌন্দর্য, বন্যপ্রাণী ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। বিশেষ করে ভলকানোস ন্যাশনাল পার্কে গরিলা ট্রেকিং আফ্রিকার অন্যতম জনপ্রিয় আকর্ষণ। ভিসামুক্ত নীতির কারণে প্রতিবেশী দেশগুলো থেকে পর্যটকের সংখ্যা বেড়েছে।  

গাম্বিয়া তার উষ্ণ আবহাওয়া, ঐতিহাসিক নিদর্শন ও সুন্দর সমুদ্রতটের জন্য বিখ্যাত। পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে পর্যটকরা এখন সহজেই গাম্বিয়ায় ভ্রমণ করছেন। সমুদ্রসৈকত, সাংস্কৃতিক উৎসব ও পাখি দেখার মতো আকর্ষণ পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।  

শুধু বিনোদন নয়, ব্যবসায়িক পর্যটনেও সুবিধা তৈরি হয়েছে। সম্মেলন, বাণিজ্য মেলা ও বিনিয়োগ কার্যক্রমে আফ্রিকান নাগরিকরা এখন সহজে অংশ নিতে পারছেন। এতে আঞ্চলিক বাণিজ্য, প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়ছে।  

যদিও রুয়ান্ডা ও গাম্বিয়া উদাহরণ তৈরি করেছে, আফ্রিকার অনেক দেশ এখনো কঠোর ভিসা নীতি বজায় রেখেছে। এতে মহাদেশজুড়ে পর্যটন প্রবাহ সমানভাবে বাড়ছে না। বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য দেশও যদি ভিসামুক্ত নীতি গ্রহণ করে, তবে আফ্রিকায় বহুদেশীয় ভ্রমণ আরো সহজ হবে। এতে হোটেল, ট্যুর অপারেটর, এয়ারলাইন ও পর্যটন খাতের সঙ্গে যুক্ত সবাই লাভবান হবে।  

পর্যটক বাড়ায় বিমান সংযোগ ও বিমানবন্দর অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। নতুন রুট চালু হচ্ছে, বিমানবন্দরগুলো আধুনিক হচ্ছে। ফলে ব্যবসায়িক ও বিনোদনমূলক ভ্রমণ আরো সহজ হচ্ছে। 

Logo